বীরু চট্টোপাধ্যায়
☰Fullscreen
Table of Content:
বীরু চট্টোপাধ্যায় (১৯১৭-১৯৮৪) : শিশু ও কিশোর পাঠকদের উপযোগী রহস্য-রোমাঞ কাহিনির লেখক হিসাবে জনপ্রিয়তা অর্জন করেন। কয়েক দশক ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় তিনি লিখেছেন। তোমাদের পাঠ্য ‘ফণীমনসা ও বনের পরি’নাটকটি ‘শিশুসাথী' পত্রিকা (সংখ্যা ৪৩,বৈশাখ ১৩৭১) থেকে নেওয়া হয়েছে।