গোলাম মোস্তাফা

Rumman Ansari   Software Engineer   0000-00-00 00:00:00   102  Share
Subject Syllabus DetailsSubject Details 2 Questions
☰ TContent
☰Fullscreen

Table of Content:

গোলাম মোস্তাফা

গোলাম মোস্তাফা (১৮৮৭-১৯৬৪) : অধুনা বাংলাদেশের অন্তর্গত ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে এক সম্ভ্রান্ত, উচ্চশিক্ষিত পরিবারে কবির জন্ম। বাংলা ও আরবি ভাষায় তাঁর সমান দখল ছিল। ছাত্রাবস্থা থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন। তাঁর প্রথম উপন্যাস রূপের নেশা। প্রথম কবিতা গ্রন্থ রক্তরাগ প্রকাশিত হয়েছিল ১৯২৪ খ্রিস্টাব্দে। বহু ইংরাজি ও আরবি গ্রন্থের বাংলা তরজমা ছাড়াও গোলাম মোস্তাফা অনেক মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হাস্নাহেনা, ভাঙাবুক, সাহারা, গুলিস্তান, বুলবুলিস্তান ইত্যাদি। ১. গোলাম মোস্তাফা কোথায় জন্মগ্রহণ করেছিলেন? ২. তাঁর দুটি কবিতার বইয়ের নাম লেখো।