বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
☰Fullscreen
Table of Content:
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (১৮৯৪-১৯৫০) : জন্মস্থান বনগ্রাম, চব্বিশ পরগনা। তাঁর উল্লেখযোগ্য বই—‘পথের পাঁচালী’, ‘আরণ্যক’, ‘অপরাজিত’, ইছামতী’, ‘দেবযান’, ‘আদর্শ হিন্দু হোটেল’, ‘দৃষ্টিপ্রদীপ', ‘কিন্নরদল’ইত্যাদি। কিশোরদের জন্য রচিত অভিযান বিষয়ক রচনা—‘চাঁদের পাহাড়' প্রতিটি বাঙালির অবশ্যপাঠ্য। মৃত্যুর পরে ১৯৫১ সালে তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার' প্রদান করা হয়। পাঠ্য গল্পটি তাঁর ‘তালনবমী' নামক বই থেকে নেওয়া হয়েছে। ১৩.১ ‘পথের পাঁচালী' বইটির লেখক কে? ১৩.২ তাঁর লেখা ছোটোদের দুটি বইয়ের নাম লেখো। ১৩.৩ কত সালে তাঁকে ‘রবীন্দ্র পুরস্কার' প্রদান করা হয় ?