শিবশঙ্কর মিত্র
☰Fullscreen
Table of Content:
শিবশঙ্কর মিত্র (১৯০৯-১৯৯২) : বাংলাদেশের খুলনা জেলার বেলফুলি গ্রামে জন্ম। বহু বই লিখেছেন। তার লেখার বিশেষ প্রিয় বিষয় ‘সুন্দরবন’। তিনি সেখানে গিয়ে বহু সময়ও কাটিয়েছেন। তাঁর ‘সুন্দরবন' বইটির জন্য ভারতসরকার ১৯৬২ সালে তাঁকে শ্রেষ্ঠ শিশুসাহিত্যের পুরস্কার দেন। ‘সুন্দরবন' নিয়ে লেখা তার অন্যান্য বই- ‘সুন্দরবনের আর্জান সর্দার’, ‘বনবিবি’, ‘বিচিত্র এই সুন্দরবন’, ‘রয়েল বেঙ্গলের আত্মকথা' ইত্যাদি। পাঠ্যাংশটি তাঁর ‘সুন্দরবন সমগ্র' বই থেকে নেওয়া হয়েছে।
১৩.১ শিবশঙ্কর মিত্রের লেখালিখির প্রিয় বিষয় কোনটি?
১৩.২ কোন বইয়ের জন্য তিনি শ্রেষ্ঠ শিশু সাহিত্যের পুরস্কার পান?
১৩.৩ সুন্দরবনকে নিয়ে লেখা তাঁর দুটি বইয়ের নাম লেখো ।