সত্যেন্দ্রনাথ দত্ত
☰Fullscreen
Table of Content:
সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২) : জন্মস্থান বর্ধমান জেলার চুপি গ্রাম। পিতা রজনীনাথ দত্ত এবং মাতামহ বাংলা প্রবন্ধ সাহিত্যের অন্যতম পথিকৃৎ অক্ষয়কুমার দত্ত। রবীন্দ্র সমকালীন কবিদের মধ্যে অন্যতম জনপ্রিয় কবি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, ফুলের ফসল, কুহু ও কেকা, বেলাশেষের গান,বিদায় আরতিপ্রভৃতি এবং অনুবাদ কবিতা – তীৰ্থসলিল, তীর্থরেণু, মণিমঞ্জুষা প্রভৃতি। বাংলা সাহিত্যের জগতে কবি সত্যেন্দ্রনাথ ছন্দের জাদুকরনামে পরিচিত। নবকুমার কবিরত্নছদ্মনামে তিনি বেশ কয়েকটি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করেছেন। পাঠ্য কবিতাটি তাঁর বিদায় আরতিনামক কবিতার বই থেকে নেওয়া।