লীলা মজুমদার
Table of Content:
লীলা মজুমদার (১৯০৮–২০০৭) : উপেন্দ্রকিশোর রায়চৌধরীর ভ্রাতা এবং প্রখ্যাত লেখক প্রমদারঞ্জন রায়ের কন্যা। লেখিকা ছোটোদের জন্য প্রথম যে বইটি লেখেন তার নাম বদ্যিনাথের বড়ি। তাঁর লেখা অন্যান্য উল্লেখযোগ্য বই – হলদে পাখির পালক, চিনে লণ্ঠন, পাকদণ্ডী, পদিপিসির বর্মিবাক্স, মাকুইত্যাদি। লেখিকার অন্যান্য কয়েকটি উল্লেখযোগ্য নাটক - বকবধ পালা, লঙ্কাদহন পালা। যুগ্ম সম্পাদক হিসেবে বহুদিন সন্দেশ পত্রিকা সম্পাদনার কাজ করেছেন। সাহিত্যে অবদানের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার এবং আনন্দ পুরস্কার পেয়েছিলেন। তাঁর রচিত সাহিত্যসম্ভার শুধুমাত্র বাংলায় নয়, বিশ্বের দরবারে সমাদৃত ।
জন্ম : জন্ম কলকাতায়, জ্যাঠামশাই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর বাড়িতে। বাবা প্রমদারঞ্জন রায় ‘বনের খবর' বইয়ের লেখক। শৈশব কেটেছে শিলং পাহাড়ে। ১৯২০ সাল থেকে কলকাতায়। সারাজীবন সাহিত্যচর্চাই তাঁর সঙ্গী ছিল। প্রথম ছোটোদের বই ‘বদ্যিনাথের বড়ি'। অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ—‘পদিপিসির বর্মিবাক্স', ‘হলদে পাখির পালক’, ‘টং লিং’, ‘মাকু’। ছোটোদের জন্য ‘সন্দেশ' পত্রিকার যুগ্ম-সম্পাদক ছিলেন বহুকাল। বহু পুরস্কারে সম্মানিত - যার মধ্যে রয়েছে ‘রবীন্দ্র পুরস্কার’, ‘আনন্দ পুরস্কার', ‘ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার'।
তাঁর লেখা ‘গল্পসল্প’ বই থেকে ‘বুনো হাঁস' গল্পটি নেওয়া হয়েছে।