মোহিতলাল মজুমদার

Rumman Ansari   Software Engineer   0000-00-00 00:00:00   65  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

মোহিতলাল মজুমদার (১৮৮৮-১৯৫২) : রবীন্দ্রনাথের সমসময়ে যাঁরা এক স্বতন্ত্র ধারার খোঁজে নতুন ধরনের কবিতা লিখেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কবি মোহিতলাল মজুমদার। তাঁর আদিবাড়ি হুগলি জেলার বলাগড় গ্রামে। পিতার নাম নন্দলাল মজুমদার। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হলো স্বপনপসারী,বিস্মরণী, স্মরগরল, হেমন্ত গোধূলি, ছন্দ চতুর্দশী এবং প্রবন্ধগুলি হলো আধুনিক বাংলা সাহিত্য, জীবন জিজ্ঞাসা, সাহিত্য বিচারইত্যাদি। কবি মোহিতলাল শেষ জীবনে কিছুদিন বঙ্গদর্শন (নবপর্যায়) ও বঙ্গভারতী নামক সাময়িকপত্র সম্পাদনা করেছিলেন।


১. মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। ২. তাঁর সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো।