মণীন্দ্র গুপ্ত
☰Fullscreen
Table of Content:
মণীন্দ্র গুপ্ত (১৯৩০ – ) : বাংলা কবিতা ও গদ্য রচনায় একটি উল্লেখযোগ্য নাম। গদ্য-পদ্য মিলিয়ে প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিরিশ। দীর্ঘকাল পরমা নামে একটি ক্ষুদ্র পত্রিকা সম্পাদনা করেছেন। প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে – অক্ষয় মালবেরি, চাঁদের ওপিঠে। ২০১১ সালে তিনি সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন।
১. মণীন্দ্র গুপ্ত কোন পত্রিকা সম্পাদনা করতেন ? ২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।