অশোককুমার মুখোপাধ্যায়

Rumman Ansari   Software Engineer   0000-00-00 00:00:00   33  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

অশোককুমার মুখোপাধ্যায় (জন্ম ১৯৫৫): প্রধানত স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে লেখালেখি করেন। বিভিন্ন পত্রপত্রিকায় নানা বিষয়ে ছোটোদের জন্য ছড়া আর গল্প লিখেছেন। রবীন্দ্রনাথের ছবি বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধের রচয়িতা। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই – “টেগার্টের আন্দামান ডায়েরি' এবং বিপ্লবী উল্লাসকর দত্তের জীবনী নির্ভর উপন্যাস ‘অগ্নিপুরুষ’। পাঠ্যাংশটি তাঁর ‘সূর্য সেন’বইটি অবলম্বনে লিখিত ।