পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়
Table of Content:
পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় (১৯৩৬ – ) : বাঘাযতীনের দৌহিত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় পন্ডিচেরীর অরবিন্দ আশ্রম থেকে শিক্ষাগ্রহণ করেন। তিনি দীর্ঘকাল সমাজ ও ইতিহাসের গবেষক হিসেবে কাজ করেছেন। পুরোধা নামক কিশোর পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক। গবেষণা ও সাংবাদিকতা সূত্রে বহুদিন বিদেশে ছিলেন। তিনি বাঘাযতীন বিষয়ক একাধিক বইয়ের লেখক। তাঁর অনান্য আরো কয়েকটি বই হলো সমসাময়িকের চোখে শ্রী অরবিন্দ, আলোর চকোর প্রভৃতি ।
১. পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায় কার দৌহিত্র ? ২. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
জেনে রাখো: যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘাযতীন (১৮৭৯-১৯১৫) জন্ম মাতুলালয়ে। অধুনা বাংলাদেশের কুষ্টিয়ার কাছে কয়া গ্রামে। পিতৃনিবাস যশোহরের রিশমালি গ্রামে। পিতা উমেশচন্দ্র মুখোপাধ্যায়, মা শরৎশশী দেবী। তাঁরা আলোচনা করে সন্তানের নাম রাখেন ‘জ্যোতি’, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ছোটোবেলা থেকেই অসমসাহসী যতীন্দ্রনাথকে 'বাঘাযতীন' নামটি দিয়েছিলেন তাঁর গুরুদেব তাঁকে বলেছিলেন ‘শূরবীর—শের কা বাচ্চা”। পাঠ্যাংশে সেই বীরবিপ্লবী বাঘাযতীনের শৈশব আর কৈশোরের কথা শুনিয়েছেন তাঁরই দৌহিত্র পৃথ্বীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সম্ভবত সে কারণেই পারিবারিক সূত্রে আদর করে পাওয়া ছোটোবেলার 'জ্যোতি' নামটিই লেখক তাঁর রচনায় ব্যবহার করেছেন।