সুকুমার রায়
Table of Content:
সুকুমার রায় (১৮৮৭-১৯২৩) : উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র। শিশু সাহিত্যিক হিসেবে অসামান্য প্রতিভার প্রকাশ ঘটেছে তাঁর রচিত বিভিন্ন বইয়ে। বাংলা শিশু সাহিত্যে তিনি নিজেই এক স্বতন্ত্র ঘরানা। হালকা হাসি ও রসিকতার মধ্যে দিয়ে কঠিন বাস্তবের ছবি এঁকেছেন তিনি। তাঁর রচনা সর্বকালের শিশুদের কাছে সমান জনপ্রিয়। তাঁর রচিত উল্লেখযোগ্য বইগুলি হলো আবোল তাবোল, হ য ব র ল, পাগলা দাশু, অবাক জলপান,লক্ষ্মণের শক্তিশেল, শব্দকল্পদ্রুম ইত্যাদি। এছাড়া উপেন্দ্রকিশোরের মতোই আধুনিক বাংলা মুদ্রণশিল্পে তাঁরও বিশিষ্ট অবদান ছিল।
সুকুমার রায় (১৮৮৭-১৯২৩): ‘আবোল তাবোল', ‘হযবরল', 'পাগলা দাশু” ইত্যাদি এর স্রষ্টা সুকুমার রায়। পিতা উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। প্রত্যেক বাঙালির শৈশবে জড়িয়ে আছেন এই কবি ও সাহিত্যিক। চিত্রশিল্প, ফটোগ্রাফি, সরস ও কৌতুককর কাহিনি এবং ছড়া রচনায় সুকুমার রায় অতুলনীয়। তাঁর রচিত অন্যান্য রচনা- ‘খাই খাই’, ‘অবাক জলপান', 'ঝালাপালা’, ‘লক্ষ্মণের শক্তিশেল’,‘হিংসুটি’ ইত্যাদি। স্বল্পদিনের জীবনে তিনি যা সৃষ্টি করে গেছেন তা থেকে বাঙালি জাতি চিরদিন অনাবিল আনন্দের স্বাদ পাবে। পাঠ্য ‘বোম্বাগড়ের রাজা' কবিতাটি ‘আবোল তাবোল' কবিতার বই থেকে নেওয়া হয়েছে।