অশোকবিজয় রাহা
☰Fullscreen
Table of Content:
অশোকবিজয় রাহা (১৯১০-১৯১০) : জন্ম বাংলাদেশের শ্রীহট্টে। কবি ও প্রাবন্ধিক। রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ ‘ভানুমতীর মাঠ’, ‘রুদ্রবসন্ত”, ‘ডিহংনদীর বাঁকে’, ‘জলডম্বুর পাহাড়’, ‘রক্তসন্ধ্যা’, ‘উড়ো চিঠির ঝাঁক’। নদী, পাহাড়, অরণ্যপ্রকৃতি তাঁর কবিতার কেন্দ্রভূমি। “মায়াতরু” কবিতাটি তাঁর ‘ভানুমতীর মাঠ' কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে।
১১.১ কবি অশোকবিজয় রাহার দুটি বইয়ের নাম লেখো ।
১১.২ তাঁর কবিতা রচনার প্রধান বিষয়টি কী ছিল?
১১.৩ ‘মায়াতরু’কবিতাটি তাঁর কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?