উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

Rumman Ansari   Software Engineer   2023-11-16 00:00:00   230 Share
Subject Syllabus DetailsSubject Details 5 Questions 5 MCQ
☰ Table of Contents

Table of Content:


জন্ম:

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (১৮৬৩ – ১৯১৫) : জন্ম বাংলাদেশের ময়মনসিংহের মসুয়ায়। তিনি শিশু - কিশোরদের উপযোগী ভাষায় ছড়া, উপকথা, মনোরঞ্জক কাহিনি, বৈজ্ঞানিক কাহিনি রচনা করেন। তাঁর লেখা ‘ছেলেদের রামায়ণ’, ‘ছেলেদের মহাভারত’, ‘সেকালের কথা’, ‘টুনটুনির বই', 'গুপী গাইন বাঘা বাইন' বিখ্যাত। ১৯১৩ সালে তিনি ছোটোদের জন্য 'সন্দেশ' পত্রিকা প্রকাশ করেন। সংগীত জগতে ও চিত্রবিদ্যাতেও তাঁর কৃতিত্বের পরিচয় পাওয়া যায়। তাঁর সন্তানদের মধ্যে সুখলতা রাও, পুণ্যলতা চক্রবর্তী, সুকুমার রায়, সুবিনয় রায় এবং পৌত্র সত্যজিৎ রায়—প্রত্যেকেই শিশুসাহিত্যে অসাধারণ প্রতিষ্ঠা লাভ করেন। এই গল্পটি(বোকা কুমিরের কথা) তাঁর ‘টুনটুনির বই' থেকে নেওয়া হয়েছে।

উপেন্দ্রকিশোর রায়চৌধুরী বাংলা সাহিত্যের খ্যাতনামা লেখক। টুনটুনির বই, গুপী গাইন বাঘা বাইন, ছেলেদের রামায়ণ ও ছেলেদের মহাভারত তাঁর লেখা জনপ্রিয় কয়েকটি বই। ১৯১৩ সালে ছোটোদের জন্য তিনি সন্দেশ পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার প্রচ্ছদ ও অন্যান্য ছবি তিনি নিজের হাতে আঁকতেন। বাংলায় আধুনিক মুদ্রণশিল্পের অন্যতম পথিকৃৎ বলা যায় তাঁকে। প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায় তাঁর সুযোগ্য পুত্র।