সুনীল গঙ্গোপাধ্যায়
☰Fullscreen
Table of Content:
সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪-২০১২) : বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন। কিশোর বয়সেই কলকাতায় আসেন। কলকাতার জীবন তাঁর লেখায় যেমন ফুটে উঠেছে, তেমনই অনেক লেখাতে রয়েছে ওপার বাংলার স্মৃতি। নীললোহিত ছদ্মনামে অনেক বই লিখেছেন। অজস্র কবিতা, গল্প, উপন্যাসের রচিয়তা সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কয়েকটি সংকলন/রচনাগ্রন্থ হলো – কাকাবাবু সমগ্র, কিশোর অমনিবাস, গড় বন্দীপুরের কাহিনী,সপ্তম অভিযান, বিজনে নিজের সঙ্গে, আমাদের ছোটো নদী প্রভৃতি। পাঠ্য রচনাটি তাঁর বড়োরা যখন ছোটো ছিল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ১. সুনীল গঙ্গোপাধ্যায় সৃষ্ট কাকাবাবু চরিত্রটির আসল নাম কী ? ২. পাঠ্যরচনাটি তাঁর কোন বই থেকে নেওয়া ?