মানব মস্তিষ্ক - Human Brain

Rumman Ansari   Software Engineer   2024-06-05 06:31:53   170  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

মানব মস্তিষ্ক

মায়ের পেটে থাকা অবস্থায় মানুষের মস্তিস্ক বা ব্রেন যখন তৈরি হয়, তখন এর ৩ টি ভাগ থাকে।

Embryology and Normal Appearance of Fetal Central Nervous System

১. অগ্রমস্তিষ্ক (Fore brain/Prosencephalon)

২. মধ্যমস্তিষ্ক (Mid brain/Mesencephalon)

৩. পশ্চাৎ মস্তিষ্ক (Hindbrain/Rhombencephalon)

এই তিনটি অংশ পরে ভাগ হয়ে ৫ টি অংশে পরিণত হয়।

এই ৫ টি অংশ থেকে পরে ব্রেনের বিভিন্ন অংশ তৈরি হয়।

The five secondary brain vesicles and their derivatives. Brain Stages
Primary Division Sub Division Adult Structure
Prosencephalon Telencephalon • Cerebrum
• Basal ganglia
• Hippocampus
Diencephalon • Thalamus
• Hypothalamus
• Pineal body
• Infundibulum
Mesencephalon Mesencephalon • Crus cerebri
• Tectum
• Tegmentum
Rhombencephalon Metencephalon • Pons
• Cerebellum
Myelencephalon • Medulla oblongata

ব্রেনের কাজের মূল্য শরীরের কাজের মূল্য থেকে অনেক অনেক বেশি।

মানব শরীর পৃথিবীর মত। পৃথিবীর ৩ ভাগের ২ ভাগ পানি, মানব শরীরেরও ৩ ভাগের ২ ভাগ পানি। পৃথিবীর পানির মূল ভান্ডার সমুদ্র আর সমুদ্রের পানির বড় উপাদান সোডিয়াম (সোডিয়াম ক্লোরাইড তথা লবণ)। মানব শরীরের পানিরও বড় উপাদান সোডিয়াম।

মানব শরীর পৃথিবীর মত আর ব্রেন বা চিন্তা শক্তি আকাশের মত। আকাশ যেমন সীমাহীন, চিন্তা শক্তিও সীমাহীন।

পৃথিবীর উপরে আকাশের সাতটি স্তর আছে, মানুষের শরীরের আকাশ তথা ব্রেনেরও সাতটি স্তর আছে।

উপরে যে ব্রেনের ৫ টি ভাগের কথা বলা হয়েছে, তার কিছু পরে ব্রেন ৭ টি ভাগে ভাগ হয়।

7 Steps of Brain

আল্লাহ কোরআনে বলেন:

তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। [ সুরা নূহ ৭১:১৫।

পৃথিবীর তুলনায় আকাশ যেমন সীমাহীন, তেমনি শারীরিক কাজের তুলনায় ব্রেনের কাজের মুমূল্য সীমাহীন। উদাহরণ স্বরুপ, একজন লেবার শারীরিক পরিশ্রম করে দিনে ধরি ৫০০ টাকা ইনকাম করে। ব্রেনের কাজ করে বিল গেটস দিনে লাখ লাখ ডলার ইনকাম করে।


No Questions Data Available.
No Program Data.
প্যারেন্টিং, বিশ্বাস ও মূল্যবোধ

Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.