পঞ্চম উপদেশ
☰Fullscreen
পঞ্চম উপদেশ: লোকমান হাকিম তার ছেলেকে সালাত কায়েমের উপদেশ দেন। মহান আল্লাহ তা‘আলা তার বর্ণনা দিয়ে বলেন,
﴿يَا بُنَيَّ أَقِمِ الصَّلَاةَ﴾
অর্থাৎ, “হে আমার প্রিয় বৎস সালাত কায়েম কর”, তুমি সালাতকে তার ওয়াজিবসমূহ ও রোকনসমূহ সহ আদায় কর।
No Questions Data Available.
No Program Data.
প্যারেন্টিং, বিশ্বাস ও মূল্যবোধ