চিন্তন, অনুভূতি, ইচ্ছা,
আমাদের মস্তিষ্ক কখনো নিষ্ক্রিয় থাকতে পারেনা। জাগ্রত অবস্থায় এটি এক বিচিত্র মানসিক অভিজ্ঞতা নিয়ে সক্রিয় থাকে। মস্তিষ্কের স্নায়বিক পরিমন্ডলে অথবা মানসিক আবহতে প্রধানত তিনটি উপাদান সক্রিয়ভাবে বিরাজ করে, যেমন চিন্তন বা অবহিতি (cognition), অনুভূতি (affection) এবং ইচ্ছা (conition)। এই উপাদানগুলি মূলত একসাথে অবস্থান করলেও এক এক সময় এক একটি মানসিক পরিমন্ডলে আধিপত্য করে এবং অন্যগুলি তার সহগামী হিসাবে সক্রিয় থাকে। এখানে কয়েকটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। যেমন, স্টেডিয়ামে দেশের সেরা দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হচ্ছে তা অবহিত হওয়ার পর আমার মধ্যে এই খেলা দেখার ইচ্ছা জাগলো, খেলা দেখতে গিয়ে আমার সমর্থিত দলের জয় পরাজয়ের সাথে একান্ত হয়ে আনন্দ বা বেদনা অনুভব করলাম। এখানে আমার সমর্থিত দলের খেলার সম্পর্কিত জ্ঞানই আমার ইচ্ছা ও অনুভূতির উপর প্রধান্য বিস্তার করলো। অবহিতির উপাদান না থাকলে ইচ্ছা বা অনুভূতির সৃষ্টি হত না। এর আর একটি উদাহরণ হল কোন ভিক্ষুক যখন দুয়ারে এসে অত্যন্ত করুণভাবে তার প্রার্থনা জানাতে থাকে তখন তার প্রতি আমাদের করুনা জাগে (অনুভূতি) এবং তাকে কি ভাবে সাহায্য করা যায় তা ভাবতে থাকি (অবহিতি বা চিন্তা) অতঃপর তাকে কিছু সাহায্য করার ইচ্ছা পোষণ করি। এই প্রক্রিয়ায় অনুভূতি হলো আধিপত্য বিস্তারকারী উপাদান। কারণ ভিক্ষুকের আবেদন যদি ততটা গভীর না হতো বা লোকটিকে দেখে যদি ভিক্ষুকের মত না মনে হতো তবে অপর দুটি উপাদান সক্রিয় হত না।