ভাল অভ্যাস তৈরি - Create good habits

Rumman Ansari   Software Engineer   2024-10-19 05:49:59   64  Share
Subject Syllabus DetailsSubject Details Login to Open Video
☰ TContent
☰Fullscreen

Table of Content:


ভাল অভ্যাস তৈরি

মানুষের অভ্যাস তৈরি হয় ব্রেনের basal ganglia তে।

Basal Ganglia
Figure: Basal Ganglia


অভ্যাস তৈরির ৩ টি উপাদান

১। কাজ শুরুর উপলক্ষ: যেমন সকালে ঘুম থেকে উঠা উপলক্ষে ব্রাশ করি এখানে ঘুম থেকে উঠা হল উপলক্ষ।

২। পুনরাবৃত্তি: বার বার একটা কাজ করতে করতে তা অভ্যাসে পরিণত হয়ে যায়।

৩। পুরস্কার: কাজটা করার পর শান্তি পাওয়া বা আনন্দ পাওয়া।

গড়ার পর শান্তি বা আনন্দ অনুভব করলে পড়ার অভ্যাস তৈরি হয় ।


সময়

১৮-২৫৪ দিন প্র্যাকটিস করলে একটি ভাল অভ্যাস তৈরি হতে পারে । গড়ে ৬৬ দিন।

যেমন প্রতিদিন কমপক্ষে ৫ ঘন্টা মনোযোগে পড়তে চায় কেউ । সে যদি ৬৬ দিন কষ্ট করে এ কাজটা করে, পরে এটা তীর অভ্যাস হয়ে যাবে। তখন কষ্ট করা ছাড়াই আনন্দের সংগে ৫ ঘন্টা পড়তে পারবে।