মানব মস্তিষ্ক - Human Brain
Table of Content:
মানব মস্তিষ্ক
মায়ের পেটে থাকা অবস্থায় মানুষের মস্তিস্ক বা ব্রেন যখন তৈরি হয়, তখন এর ৩ টি ভাগ থাকে।
১. অগ্রমস্তিষ্ক (Fore brain/Prosencephalon)
২. মধ্যমস্তিষ্ক (Mid brain/Mesencephalon)
৩. পশ্চাৎ মস্তিষ্ক (Hindbrain/Rhombencephalon)
এই তিনটি অংশ পরে ভাগ হয়ে ৫ টি অংশে পরিণত হয়।
এই ৫ টি অংশ থেকে পরে ব্রেনের বিভিন্ন অংশ তৈরি হয়।
Primary Division | Sub Division | Adult Structure |
Prosencephalon | Telencephalon | • Cerebrum |
• Basal ganglia | ||
• Hippocampus | ||
Diencephalon | • Thalamus | |
• Hypothalamus | ||
• Pineal body | ||
• Infundibulum | ||
Mesencephalon | Mesencephalon | • Crus cerebri |
• Tectum | ||
• Tegmentum | ||
Rhombencephalon | Metencephalon | • Pons |
• Cerebellum | ||
Myelencephalon | • Medulla oblongata |
ব্রেনের কাজের মূল্য শরীরের কাজের মূল্য থেকে অনেক অনেক বেশি।
মানব শরীর পৃথিবীর মত। পৃথিবীর ৩ ভাগের ২ ভাগ পানি, মানব শরীরেরও ৩ ভাগের ২ ভাগ পানি। পৃথিবীর পানির মূল ভান্ডার সমুদ্র আর সমুদ্রের পানির বড় উপাদান সোডিয়াম (সোডিয়াম ক্লোরাইড তথা লবণ)। মানব শরীরের পানিরও বড় উপাদান সোডিয়াম।
মানব শরীর পৃথিবীর মত আর ব্রেন বা চিন্তা শক্তি আকাশের মত। আকাশ যেমন সীমাহীন, চিন্তা শক্তিও সীমাহীন।
পৃথিবীর উপরে আকাশের সাতটি স্তর আছে, মানুষের শরীরের আকাশ তথা ব্রেনেরও সাতটি স্তর আছে।
উপরে যে ব্রেনের ৫ টি ভাগের কথা বলা হয়েছে, তার কিছু পরে ব্রেন ৭ টি ভাগে ভাগ হয়।
আল্লাহ কোরআনে বলেন:
তোমরা কি লক্ষ্য কর না যে, আল্লাহ কিভাবে সপ্ত আকাশ স্তরে স্তরে সৃষ্টি করেছেন। [ সুরা নূহ ৭১:১৫।
পৃথিবীর তুলনায় আকাশ যেমন সীমাহীন, তেমনি শারীরিক কাজের তুলনায় ব্রেনের কাজের মুমূল্য সীমাহীন। উদাহরণ স্বরুপ, একজন লেবার শারীরিক পরিশ্রম করে দিনে ধরি ৫০০ টাকা ইনকাম করে। ব্রেনের কাজ করে বিল গেটস দিনে লাখ লাখ ডলার ইনকাম করে।