উম্মে রুমান বিনতে আমের রা.
☰Fullscreen
তিনি হলেন বনু কিনানা ইবনে খুজায়মার মেয়ে। তার প্রথম স্বামী হারিস ইবনে সাখরা মক্কায় ইনতিকাল করলে আবু বকর রা. তাকে বিয়ে করেন।
উম্মে রুমান ইসলামের প্রাথমিক যুগেই মুসলমান হয়েছিলেন। রাসূলের নিকট বায়আত গ্রহণ এবং মদীনায় হিজরত ও করেছিলেন।
তিনি হযরত আব্দুর রহমান রা. ও আয়েশা রা. এর মা। ষষ্ঠ হিজরীতে তিনি ইন্তিকাল করেন। ৩
No Questions Data Available.
No Program Data.