আবূ রহুম বিন আবদুল উজদার
☰Fullscreen
Table of Content:
পরিচিতি
মায়মূনা বিনতুল হারেছ রাদিয়াল্লাহু তা'আলা আনহার দ্বিতীয় স্বামী ছিলেন।
উম্মুল মুমিনীন মায়মুনা (রাঃ) বিনতে হারিস প্রথম জীবনে বাররা নামে সুপরিচিতা ছিলেন। আল্লাহর রাসুল (সঃ) -এর সাথে তার শুভ বিবাহ সম্পন্ন হওয়ার পর তাঁর নাম মায়মুনা রাখা হয়। তিনি কায়েস বিন আয়লানা গোত্রের মহিলা। তাঁর পিতা হারিস বিন হাজন বিন বাজের। তাঁর মাতা হিন্দ বিনতে আওফ বিন জুহায়ের হোমায়ের গোত্রের মেয়ে ছিলেন। প্রথম বিবাহ তাঁর আমর বিন আমীর সাকাফীর পুত্র মাসউদের সাথে অনুষ্ঠিত হয়েছিল। কোন কারণে প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হলে আবদুল উজদার পুত্র আবূ রহুমের সাথে তাঁর শাদী হয়। সাত হিজরী সনে আবূ রুহুম মৃত্যু বরণ করেন।