খুনায়েস বিন হুযাফাহ সাহ্মী
☰Fullscreen
Table of Content:
পরিচিতি
হাফছাহ বিনতে ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহার প্রথম স্বামী ছিলেন।
হাফছাহ বিনতে ওমর (রাদিয়াল্লাহু তা'আলা আনহার) তাঁর পূর্ব স্বামী খুনায়েস বিন হুযাফাহ সাহ্মী প্রথমে হাবশা ও পরে মদীনায় হিজরত করেন। বদর ও ওহোদ যুদ্ধে শরীক ছিলেন। ওহোদে যখমী হয়ে মারা যান। পরে রাসূল (ছাঃ)-এর সাথে হাফছার বিয়ে হয়। তিনি মোট ৬০টি হাদীছ বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক্ব ‘আলাইহ ৪টি, এককভাবে মুসলিম ৬টি। বাকী ৫০টি অন্যান্য হাদীছ গ্রন্থে। প্রখ্যাত ছাহাবী আব্দুল্লাহ বিন ওমর (রাঃ) ছিলেন তাঁর সহোদর ভাই।