সাকরান বিন আমর

Rumman Ansari   Software Engineer   2023-11-15 00:00:00   127  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

সাকরান বিন আমর

পরিচিতি

সওদা বিনতে যাম‘আহ রাদিয়াল্লাহু তা'আলা আনহার প্রথম স্বামী ছিলেন।

সওদা (রাঃ) আরবের প্রখ্যাত কোরায়েশ গোত্রের আমর বিন লুমি শাখার সাথে সম্পর্কিত । তার পিতা যাময়া বিন কয়েস বিন আবদুল শামস । তার মাতার নাম সামুস । যিনি বনু নাজ্জার গোত্রের মেয়ে ছিলেন । তাই সওদার ধমনীতে আরবের দুটি মশহর খান্দানের রক্ত প্রবাহিত ছিল । তিনি দীর্ঘাঙ্গিনী ও সুন্দরী ছিলেন। যৌবনকালে তার বিবাহ চাচাত ভাই সাকরান বিন আমরের সাথে অনুষ্ঠিত হয়। সাকরানের ঔরশে তিনি এক পুত্র সন্তান লাভ করেন । তার নাম আবদুর রহমান (রাঃ)। আবদুর রহমান ওমর (রাঃ)-এর খেলাফত কালে কোন এক যুদ্ধে শাহাদাত বরণ করেন ।

রেসালতে মোহাম্মদীর সূর্য আরবের আসমানে উদীত হওয়ার সাথে সাথে যে সব সৌভাগ্যবান নারী পুরুষ নিজেদের জীবনকে পাক পবিত্র ও আলোকিত করেছিলেন তাদের মধ্যে সওদা বিনতে যাময়া অন্যতমা । শুধু তিনি নন, তাঁর সাথে তার প্রিয়তম স্বামী সাকরান বিন আমরও ইসলামের প্রাথমিক যুগে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য হাসিল করেন । কাফেরদের ঠাট্টা বিদ্রুপ ও নির্যাতন সীমা - অতিক্রম করলে সওদা ও তার স্বামী স্বদেশ ত্যাগ করে আবিসিনিয়ায় আশ্রয় গ্রহণ করেন । কিছুদিন আবিসিনিয়ায় অবস্থান করার পর মক্কায় প্রত্যাবর্তন করেন । স্বামীর ইনতেকালের পূর্বে সওদা স্বপ্ন দেখলেন যে তিনি শুয়ে রয়েছেন, আসমান থেকে চাঁদ বিচ্যুত হয়ে তার উপর পড়ল । স্বামীর নিকট স্বপ্ন বর্ননা করলে তিনি বললেন যে, আমার মৃত্যু হলে আরবের চাঁদ মোহম্মদ (সাঃ)-এর সাথে তোমার শাদী মোবারক অনুষ্ঠিত হবে । তার এ স্বপ্ন পরবর্তীকালে বাস্তবায়িত হয় ।


পিতা মাতা


জন্ম


মৃত্যু


বিবাহ


সন্তান-সন্ততি


ইসলাম গ্রহণ


যুদ্ধে অংশগ্রহণ


কর্মজীবন ও অন্যান্য তথ্য