কেনানাহ বিন আবুল হুক্বাইক্ব
☰Fullscreen
Table of Content:
পরিচিতি
ছাফিইয়াহ বিনতে হুয়াই বিন আখত্বাব রাদিয়াল্লাহু তা'আলা আনহার প্রথম স্বামী ছিলেন।
ছাফিইয়াহ বিনতে হুয়াই বিন আখত্বাব রাদিয়াল্লাহু তা'আলা আনহা খায়বর যুদ্ধে বন্দী হন। পরে ইসলাম কবুল করে রাসূল (ছাঃ)-এর সাথে বিবাহিতা হন। মদীনা থেকে বিতাড়িত ইহূদী বনী নাযীর গোত্রের সর্দার হুয়াই বিন আখত্বাব-এর কন্যা এবং অন্যতম সর্দার কেনানাহ বিন আবুল হুক্বাইক্ব-এর স্ত্রী ছিলেন। উভয়ে নিহত হন। হযরত হারূণ (আঃ)-এর বংশধর ছিলেন। তিনি ১০টি হাদীছ বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক্ব ‘আলাইহ ১টি। বাকী ৯টি অন্যান্য হাদীছ গ্রন্থে বর্ণিত হয়েছে। স্ত্রীদের মধ্যে ইনিই ছিলেন একমাত্র ইহূদী কন্যা।