হজরত আবু বকর (রাঃ)
Table of Content:
পিতা মাতা
মা সালমা ও বাবার নাম আবু কোহাফা। হযরত আবু বকর (রা) ছিলেন ধনীর দুলাল। তাঁর বাবা ছিলেন বড় মাপের একজন ব্যবসায়ী। তাই তাঁরা ছিলেন অঢেল ধন-সম্পদের মালিক। সমাজেও তাদের ছিল বেশ প্রভাব-প্রতিপত্তি। বড়লোক হলে কী হবে? পরিবারের এসব ধন-দৌলতের প্রতি আবু বকর (রা)-এর তেমন কোনো আগ্রহ ছিল না। এসব নিয়ে তিনি মোটেও ভাবতেন না।
জন্ম
এখন থেকে প্রায় দেড় হাজার বছর আগের কথা। সেটি ছিল ৫৭৩ সাল। তখন আরব দেশে 'কুরাইশ' নামে এক বিখ্যাত বংশ বাস করত। এ বংশের ছিল অনেক ছোটখাটো শাখা-প্রশাখা। 'তাঈম' তেমনি একটি শাখা গোত্র। সে গোত্রে ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা) জন্মগ্রহণ করেন।
মৃত্যু
৬৩৪ খ্রিষ্টাব্দ : বাইজানটাইন অভিযান পরিচালিত হয়। খলিফা আবু বকর (রা) বিজয় লাভ করেন। সম্রাট হিরাক্লিয়াস নিহত হন। দক্ষিণ সিরিয়ায় ইসলামী শাসন প্রতিষ্ঠা লাভ করে। এক পক্ষকাল রোগাক্রান্ত থাকার পর ২৩ আগস্ট আবু বকর (রা) ইন্তেকাল করেন।
বিবাহ
হযরত আবু বকর সিদ্দিক (রা.) এর ৪ (চার) জন স্ত্রী ছিলেন।
#প্রথম_স্ত্রী:
(কুতাইলা বিনতে আবদুল উযযা): তার ইসলাম গ্রহণের ব্যাপারে মতবিরোধ রয়েছে, তার গর্ভে হযরত আবু বকর( রা.) এর ছেলে #আব্দুল্লাহ ও মেয়ে #আসমা رضي الله عنهما এর জন্ম।আবু বকর রা. তাকে জাহেলিয়াতের যুগে তালাক দিয়েছিলেন। এই স্ত্রীর ঘটনাই হাদীস শরীফে বর্ণিত হয়েছে যে তিনি একবার তার মেয়ে আসমা রা. এর জন্যে অনেক উপহার সামগ্রী নিয়ে মদিনা শরীফে আসল তখন আসমা রা. প্রথম পর্যায়ে নিজের মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখতে অস্বীকার করলেন কারণ তার মা ছিলেন কাফেরা পরে নবীজীর সা. এর নিকট (মাসালাটা সম্পর্কে জানতে গিয়ে) বললেন:
إن أمي قدمت وهي راغبة أفأصل أمي قال: نعم صلي أمك (رواه البخاري)
" আমার মা খুব আগ্রহ নিয়ে এসেছেন সুতরাং আমি কি আমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করতে পারব? নবীজীর সা. বললেন: হাঁ, তুমি তোমার মার সাথে আত্মীয়তার সম্পর্ক স্থাপন বজায় রাখ" (বুখারী)
#দ্বিতীয়_স্ত্রী:
(উম্মে রুমান বিনতে আমের বিন উয়াইমির।) বনু কিনানা গোত্রের ছিলেন।
মক্কায় থাকাকালীন সময়ে তার স্বামী মারা যাওয়ার পর হযরত আবু বকর রা. তাকে বিয়ে করেন। এবং তার গর্ভে আবু বকর রা. এর ছেলে #আবদুর_রহমান ও মেয়ে #আইশা رضي الله عنهما এর জন্ম হয়। হযরত উম্মে রুমান রা. শুরুর দিকেই ইসলাম গ্রহণ করেন এবং রাসুল সা. এর হাতে বায়াত হন। এবং তিনি নবীজী জীবদ্দশায় ৬ হিজরীতে মদিনায় ইন্তেকাল করেন।
#তৃতীয়_স্ত্রী:
আসমা বিনতে উমাইস: উম্মে মা'বাদ। তিনি প্রথম সারির হিজরত করনেওয়ালী মহিলাদের একজন ছিলেন। নবী করীম সা. দারুল আরামে যাতায়াতের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন। তার (পূর্বের স্বামী) হযরত জা'ফর বিন আবু তালেব তাকে নিয়ে প্রথমে হাবাশায় পরবর্তীতে মদিনায় হিজরত করেছিলেন। হযরত জা'ফর রা. মুতার যুদ্ধে শহীদ হওয়ার পর হযরত আবু বকর রা. তাকে বিয়ে করেন এবং বিদায় হজের বছর যুল হুলাইফা নামক স্থানে তার গর্ভে #মুহাম্মাদ নামক একটি সন্তান হয়।
#চতুর্থ_স্ত্রী:
হাবীবা বিনতে খারিজা বিন যাইদ: (মদিনার খাজরাজ গোত্রের ) আনসারী সাহাবিয়া ছিলেন। হযরত আবু বকর রা. মদীনার সুনহ নামক স্থানে তার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনিই ঐ মহিলা যিনি হযরত আবু বকর রা. এর মৃত্যুর পর তার মেয়ে উম্মে #কুলসুমকে প্রসব করেছিলেন। (তার বড় বোন আম্মাজান আয়েশা রা. তার নাম উম্মে কুলসুম রেখে ছিলেন)
ইসলাম গ্রহণ
হযরত আবু বকর (রা)-এর কানে গেল এ নতুন দীনের এই খবর। তিনি মহানবী (সা)-এর সব কথা মনোযোগসহকারে শ্রবণ করলেন। এসব মোহনীয় ও ঐশী কথা তাঁর মনে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি করল। তিনি বুঝতে পারলেন, মহানবী (সা)-এর কথা কোনো সাধারণ কথা নয়। নিঃসন্দেহে তাঁর কথা আল্লাহর বাণী। তাই আবু বকর (রা) আর বিলম্ব করলেন না। তিনি সাথে সাথেই মহানবী (সা)-এর কথা সত্য বলে মেনে নিলেন। আবু বকর (রা) কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করলেন। এ সময় মক্কা শহরে ইসলামের কাজ বেশ গোপনে গোপনে চলছিল। সেটি ছিল ৬১১ খ্রিষ্টাব্দের কথা।
যুদ্ধে অংশগ্রহণ
তথ্য কণিকা
১. আবু বকর (রা)-এর প্রকৃত নাম আবদুল্লাহ। ডাক নাম আবু বকর। উপাধি 'আতীক' ও 'সিদ্দিক'।
২. আবু বকর (রা)-এর মাতার নাম সালমা। পিতার নাম আবু কোহাফা। মক্কা বিজয়ের সময় পিতা মাতা দু'জনই ইসলাম গ্রহণ করেছিলেন।
৩. আবু বকর (রা)-এর জন্ম ৫৭৩ খ্রিষ্টাব্দে। তিনি বিখ্যাত তাঈম গোত্রে জন্মগ্রহণ করেন। তাঈম কুরাইশ বংশের একটি গোত্র।
৪. আবু বকর (রা) মহানবী (সা)-এর চেয়ে ২ বছর ৪ মাসের ছোট।
৫. তাঁর পিতা ছিলেন একজন বড় ব্যবসায়ী। হযরত আবু বকর (রা) নিজেও ব্যবসা করতেন।
৬. আবু বকর (রা)-এর দুই স্ত্রী। নাম কোতওয়ালা ও উম্মে রওমান।
৭. মহানবী (সা)-এর ইন্তেকালের পর আবু বকর (রা) ৬৩২ খ্রিষ্টাব্দে খলিফা নির্বাচিত হন।
৮. তিনি ছিলেন মহানবী (সা)-এর শ্বশুর। মহানবী (সা) আবু বকর (রা)-এর কুমারী কন্যা হযরত আয়েশা (রা)-কে বিয়ে করেন।
৯. হযরত আবু বকর (রা) ভণ্ড নবীদের দমন করেন।
১০. হযরত আবু বকর (রা) আল-কুরআনকে গ্রন্থাকারে সংকলন করেন।
১১. তিনি ১৪২টি হাদীস বর্ণনা করেছেন।
১২. আবু বকর (রা) মসজিদুন নববীর জমি ক্রয় করেছিলেন।
১৩. বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা) প্রথম ইসলাম গ্রহণ করেন।
১৪. উম্মতের মধ্যে সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করবেন আবু বকর (রা)।
১৫. আবু বকর (রা) ২ বছর ৩ মাস ৬ দিন খেলাফত পরিচালনা করেন।
১৬. রাসূল (সা)-এর সময় তিনি প্রতিটি জিহাদে অংশ নেন।
১৭. হিজরতের সময় মহানবী (সা)-এর সফরসঙ্গী ছিলেন হযরত আবু বকর (রা)।
১৮. আবু বকর (রা)-কে মহানবী (সা)-এর রওজার পাশে দাফন করা হয়।
১৯. তিনি ৬৩ বছর বেঁচেছিলেন।
২০. তাঁর মৃত্যুর সময় মক্কা নগরী থরথর করে কেঁপেছিল।
২১. মৃত্যুর আগে আবু বকর (রা) ১৫ দিন জ্বরে ভুগেছিলেন।
২২. আবু বকর (রা)-এর মা প্রথমে তাঁর নাম রেখেছিলেন আবুল কাবা।
২৩. আবু বকর (রা) পিতা-মাতার একমাত্র পুত্র সন্তান।
২৪. আবু বকর (রা) কাপড়ের ব্যবসা করতেন।
২৫. তিনি মূর্তিপূজার মধ্যে লালিত পালিত হন। কিন্তু তিনি মূর্তিপূজা করেননি।
২৬. হিজরতের সময় মহানবী (সা)-এর সাথে আবু বকর (রা) তিনদিন সওর গুহায় অবস্থান করেন।
২৭. হিজরতের সময় রাসুল (সা)-এর পথপ্রদর্শক ছিলেন আবদুল্লাহ ইবনে আরীকত।
২৮. হযরত আবু বকর (রা)-এর শরীর ছিল গৌর বর্ণের।
২৯. হযরত আবু বকর (রা)-এর পুত্রগণ হচ্ছেন আবদুল্লাহ, আবদুর রহমান এবং মোহাম্মদ।
৩০. আবু বকর (রা)-এর কন্যারা হচ্ছেন: আসমা, হযরত আয়েশা (রা) এবং উম্মে কুলসুম।