কাতিলা বিনতে আবদিল উজ্জা

Rumman Ansari   Software Engineer   2024-05-11 06:50:36   134  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

Table of Content:

স্ত্রীর পরিচয় – আবু বকর রা.

কাতিলা বিনতে আবদিল উজ্জা

তিনি ছিলেন হযরত আব্দুল্লাহ ও আসমা রা. এর মা। তার ইসলাম গ্রহণের ব্যাপারে মতানৈক্য আছে। জাহেলী যুগেই আবু বকর রা. তাকে তালাক দিয়েছিলেন। 

মদীনায় হিজরতের পর একবার তিনি তার কন্যা আসমা রা. এর নিকট পনির নিয়ে এসেছিলেন। কিন্তু আসমা রা. তাকে ঘরে প্রবেশ করতে দেন নি।

তিনি আয়েশা রা. কে নবীজির নিকট এই বলে পাঠান যে, মায়ের হাদিয়া নেয়া যাবে কিনা?

নবীজি বললেন, “তাকে ঘরে আসতে দাও এবং হাদিয়া গ্রহণ করো।” 

এ প্রসঙ্গে আল্লাহ তায়ালা সূরা মুমতাহিনার ৮ নং আয়াত অবতীর্ণ করেন,

“দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিস্কার করেনি তাদের প্রতি মহানুভবতা দেখাতে ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না। নিশ্চয় আল্লাহ্‌ ন্যায়পরায়ণদেরকে ভালবাসেন।”

১. আবু বকর সিদ্দিক। ড. আলী মুহাম্মাদ আস সাল্লাবী। কালান্তর প্রকাশনী। পৃষ্ঠা ৩৮-৩৯

আবু বকর সিদ্দিক বইয়ের রেফারেন্স অনুযায়ী, তাবাকাতে ইবনে সা’দ। খণ্ড ৩। পৃষ্ঠা ১৬৯

২. সহীহ বুখারী। হাদীস নং ২৬২০