পান্নালাল প্যাটেল (তরজমা- অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত)

Rumman Ansari   Software Engineer   2024-04-15 11:57:45   124  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen
জন্ম: পান্নালাল প্যাটেল ১৯১২ খ্রিস্টাব্দের ৭মে রাজস্থানের দুঙ্গারপুরে জন্মগ্রহণ করেন। পুরো নাম পান্নালাল নানালাল প্যাটেল।
কর্মজীবন ও সাহিত্যজীবন: পান্নালাল গুজরাতি ভাষার একজন বিশিষ্ট সাহিত্যিক ছিলেন। তিনি তাঁর মানবি নি ভাবই-এর জন্য ১৯৮৫ খ্রিস্টাব্দে ভারত সরকার প্রদত্ত শ্রেষ্ঠ সাহিত্যসম্মান জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। ১৯৬৭ খ্রিস্টাব্দে কবি উমাশংকর জেঠালাল যোশীর জ্ঞানপীঠ পাওয়ার পর দ্বিতীয় গুজরাতি লেখক হিসেবে তিনি এই সম্মানে ভূষিত হন। তিনি ৭০-টিরও বেশি বই লিখেছেন। তবে তাঁর সবথেকে গুজরাতি গদ্য-সাহিত্যিকদের মধ্যে প্যাটেলই একমাত্র যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন। তাঁর অসামান্য সৃষ্টিগুলি বর্তমান প্রজন্মের কাছে তৎকালীন গুজরাতের গ্রামজীবনের স্পষ্ট ছবি তুলে ধরে। ১৯৫০ খ্রিস্টাব্দে তিনি রঞ্জিতরাম সুবর্ণচন্দ্রক পুরস্কার পান। তাঁর উল্লেখযোগ্য কিছু কাজ-মালেলা জিব, মানবি নি ভাবই, বুনদোথি রক্ষয়িলো জলন্ধর, অনে পছায়া, মহাভারত্ন, প্রথম প্রণয়ঃ ভীম-হিরিম, মানবদেহে কামেদের রতি, নগধ নারায়ণ, পুরাণকথিৎ মা দুর্গা, পার্থ নে কহো চাড়য়ে বাণ, কৃয় জীবনলীলা ইত্যাদি। তিনি বহু ছোটোগল্পও লিখেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- 'সুখ দুখখান সাথি', 'জিন্দাগিনা খেল', 'কোই দেশি কোই পরদেশি' ইত্যাদি।

No Questions Data Available.
No Program Data.