সুনির্মল বসু

Rumman Ansari   Software Engineer   2023-11-16 00:00:00   225  Share
Subject Syllabus DetailsSubject Details 4 Questions
☰ TContent
☰Fullscreen

সুনির্মল বসু (১৯০২-১৯৫৭) : বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটোদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ। তাঁর লেখা বইগুলি হলো ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারি, বেড়ে মজা, হইচই, কথাশেখা ইত্যাদি। তিনি ১৯৫৬ সালে - ‘ভুবনেশ্বরী পদক’ পেয়েছিলেন।

জন্ম: জন্ম বিহারের গিরিডিতে। সাঁওতাল পরগনার মনোরম প্রাকৃতিক পরিবেশ তাঁর মনে কবিতা রচনার অনুপ্রেরণা জাগায়। প্রধানত ছোটোদের জন্য সরস সাহিত্য রচনা করেছেন, যার মধ্যে রয়েছে ছড়া, কবিতা, গল্প, কাহিনি, উপন্যাস, ভ্রমণ কাহিনি, রূপকথা, কৌতুক-নাটক প্রভৃতি । ভালো ছবি আঁকতে পারতেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বই-‘হাওয়ার দোলা’, ‘ছানাবড়া’, ‘বেড়ে মজা’, ‘হইচই’, ‘কথা শেখা’, ‘ছন্দের টুং টাং’, ‘বীর শিকারী' ইত্যাদি। সম্পাদিত বই—‘ছোটদের চয়নিকা’ ও ‘ছোটদের গল্পসংকলন'। ১৯৫৬ সালে ‘ভুবনেশ্বরী পদক' পান। রচিত আত্মজীবনী ‘জীবনখাতার কয়েক পাতা' (১৯৫৫)। তিনি বাংলা সাহিত্যের এক স্মরণীয় শিশুসাহিত্যিক। ‘গল্প বুড়ো' কবিতাটি ‘সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা' থেকে নেওয়া হয়েছে।


No Program Data.