শৈলেন ঘোষ
শৈলেন ঘোষ (জন্ম ১৯২৮) : কৈশোরে ছোটোদের পত্রিকা 'মাস পয়লা'য় প্রথম কবিতা লেখা। ‘অরুণ বরুণ কিরণমালা শিশু নাটকটি সংগীত নাটক আকাদেমি পুরস্কার লাভ করে। তাঁর রচিত উপন্যাস- ‘মিতুল নামে পুতুলটি জাতীয় পুরস্কারে সম্মানিত। অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস 'আমার নাম টায়রা’, ‘গল্পের মিনারে পাখি”, ‘ভূতের নাম আক্কুশ’, ‘টুই টুই’ইত্যাদি। এছাড়ও ছোটোদের জন্য অজস্র গল্প, ছড়া, নাটক রচনা করেছেন। উল্লেখযোগ্য গল্প সংকলন- ‘হাসি ঝলমল মজা', 'স্বপ্ন দেখি রূপকথায়’, ‘ভালোবাসি পশুপাখি, ‘গল্পের রং রকম রকম'। পাঠ্য ‘আকাশের দুই বন্ধু’ গল্পটি তাঁর ‘স্বপ্ন দেখি রূপকথায়' বই থেকে নেওয়া হয়েছে।
‘অরুণ বরুণ কিরণমালা’ বইটি কার লেখা ?
তাঁর অন্যান্য দুটি বইয়ের নাম লেখো ?
তোমার পাঠ্য ‘আকাশের দুই বন্ধু' গল্পটি কোন বই থেকে নেওয়া হয়েছে?