মানিক বন্দ্যোপাধ্যায়
☰Fullscreen
Table of Content:
- Question 1: কপিলা কোন্ উপন্যাসের চরিত্র? এই ঔপন্যাসিকের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাসের নাম উল্লেখ করো।
- Question 2: মানিক বন্দ্যোপাধ্যায় প্রণীত প্রথম উপন্যাস কোন্টি? এর প্রকাশকাল কত? এই উপন্যাসের নায়কের নাম উল্লেখ করো।
- Question 3: মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সর্বশেষ উপন্যাস কোন্টি? এই উপন্যাসের সঙ্গে কোন্ উপন্যাসটির সাদৃশ্য আছে?
- Question 4: মানিক বন্দ্যোপাধ্যায় শহরজীবন অবলম্বনে যে উপন্যাসগুলি লিখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য চারটির নাম লেখো।
- Question 5: কে কাকে 'কল্লোলের কুলবর্ধন' বলেছেন? এই লেখকের উদ্বাস্তু সমস্যাকেন্দ্রিক একটি উপন্যাসের নামোল্লেখ করো।
- Question 6: ১৯৩৬ সালে লিখিত মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসগুলির নামোল্লেখ করো।
- Question 7: 'পুতুলনাচের ইতিকথা' উপন্যাসে যে গ্রামজীবনের কথা এসেছে সেই গ্রামটির নাম কী? এই উপন্যাসের ২টি ডাক্তার চরিত্রের নাম করো।
- Question 8: দিবারাত্রির কাব্য' ক'টি ভাগে বিন্যস্ত? ভাগগুলির নামোল্লেখ করো।
- Question 9: 'কল্লোলের কুলবর্ধন' কে কাকে বলেছেন?
- Question 10: 'কে বাঁচায়, কে বাঁচে' গল্পের রচয়িতা কে? কোথায় প্রকাশিত হয়?
- Question 11: 'কে বাঁচায়, কে বাঁচে' গল্পের রচয়িতা কে? কোথায় প্রকাশিত হয়?
- Question 12: ময়নার মা কোন্ গল্পের চরিত্র? গল্পটি কত সালে প্রকাশিত হয় এবং কোন্ গ্রন্থের অন্তর্গত?
- Question 13: দিবাকর কোন্ গল্পের চরিত্র? গল্পটির প্রকাশকাল কত?
- Question 14: মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী?
- Question 15: মানিক বন্দ্যোপাধ্যায়ের ১ম গল্প কত সালে কোন্ পত্রিকায় প্রকাশিত হয়?
- Question 16: মধ্যবিত্ত সমাজের অন্তঃসারশূন্যতা নিয়ে রচিত মানিক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি গল্পের নামোল্লেখ করো।
- Question 17: রাজনৈতিক পালাবদলের কথা কোন্ গল্পগুলিতে আছে?
Related Questions
No Program Data.