নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায়
☰Fullscreen
নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় (১৯০৫-১৯৬৩) : কল্লোল যুগের একজন জনপ্রিয় লেখক। অনুবাদ ও শিশুসাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য। গল্প, ইতিহাস, বিজ্ঞান ও ধর্ম প্রভৃতি বিচিত্র বিষয় নিয়ে তিনি লিখেছেন। তিনি একাধারে গীতিকার, অভিনেতা, কাহিনিকার, চিত্রনাট্যকার ও চিত্র পরিচালক। তাঁর কয়েকটি উল্লেখযোগ্য বই হলো দুর্গম পথে, দুঃখজয়ীর দল, বন্ধুর চিঠি, না জানলে চলে না ইত্যাদি। তাঁর অনূদিত কয়েকটি বিখ্যাত বই হলো মা, কুলি প্রভৃতি। বর্তমান রচনাটি তাঁর নতুন যুগের মানুষ বই থেকে নেওয়া ।
১. দক্ষিণমেরু অভিযান রচনাংশটি লেখকের কোন বই থেকে নেওয়া?
২. তাঁর লেখা আরো দুটি বইয়ের নাম লেখো।
No Questions Data Available.
No Program Data.