কুসুমকুমারী দাশ
☰Fullscreen
কুসুমকুমারী দাশ (১৮৭৫–১৯৪৮) : কবি জীবনানন্দ দাশের মা। তিনি নিজেও সেই সময়ের বিশিষ্ট মহিলা কবি ও সুলেখিকা। তাঁর রচিত কাব্যগ্রন্থের নাম কবিতা মুকুল। এছাড়া পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্যগ্রন্থও তিনি রচনা করেন। প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল প্রভৃতি পত্রিকায় তাঁর রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। তাঁর লেখা কবিতার ভাষা সরল এবং ভাব সহজ তাই সাধারণ পাঠক তা অনায়াসে গ্রহণ করতে পারে।
১. কুসুমকুমারী দাশের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো ? ২. তাঁর রচিত একটি গদ্য গ্রন্থের নাম লেখো।
No Questions Data Available.
No Program Data.