অখিলবন্ধু নিয়োগী
☰Fullscreen
স্বপনবুড়ো (১৯০২-১৯৯৩) : স্বপনবুড়ো ছদ্মনামে লিখতেন অখিলবন্ধু নিয়োগী। ছাত্রাবস্থাতেই শিশুসাথী পত্রিকায় বেপরোয়া নামক উপন্যাস প্রকাশিত হয়। শিশু ও কিশোরদের জন্য অজস্র ছড়া, কবিতা, গল্প, নাটক ও গান লিখেছেন। তাঁর লেখা উল্লেখযোগ্য বইগুলি হলো ধন্যি ছেলে, ভুতুড়ে দেশ, বাবুই বাসা বোর্ডিং,বাস্তুহারা প্রভৃতি। তিনি যুগান্তর পত্রিকায় ছোটোদের পাততাড়ি সম্পাদনা করতেন। ছোটোদের নিয়ে সব পেয়েছির আসর গড়ে তুলেছিলেন।
১. অখিল নিয়োগী শিশুদের কাছে কী নামে পরিচিত? 2. তাঁর লেখা একটি বইয়ের নাম লেখো।
No Questions Data Available.
No Program Data.