কার্তিক ঘোষ

Rumman Ansari   Software Engineer   0000-00-00 00:00:00   106  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

কার্তিক ঘোষ (জন্ম ১৯৫০) : ছেলেবেলা কেটেছে হুগলি জেলায় আরামবাগে। ইস্কুল জীবন থেকে লেখালেখি শুরু। বিখ্যাত কবি ও ছড়াকার। উল্লেখযোগ্য বই ‘একটা মেয়ে একা’, ‘হাত ঝুমঝুম পা ঝুমঝুম', 'আমার বন্ধু গাছ' ‘দলমা পাহাড়ের দুলকি’‘এ কলকাতা সে কলকাতা’, ‘জুইফুলের রুমাল' প্রভৃতি। সম্পাদিত গ্রন্থ ‘শ্রেষ্ঠ কিশোর কল্পবিজ্ঞান’, ‘সেরা রূপকথার গল্প’, ‘সেরা কিশোর অ্যাডভেঞার' প্রভৃতি। ১৯৭৬-এ ‘টুম্পুর জন্য ’ লেখাটির জন্য ‘সংসদ’ পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৯৩-এ পান শিশু সাহিত্য জাতীয় পুরস্কার। এছাড়াও পেয়েছেন ‘তেপান্তর’ও ‘সুনির্মল স্মৃতি পুরস্কার'। ১৬.১ কবি কার্তিক ঘোষের লেখা দুটি ছড়ার বইয়ের নাম লেখো। ১৬.২ তাঁর সম্পাদিত দুটি বইয়ের নাম করো। ১৬.৩ কোন বইয়ের জন্য তিনি ‘সংসদ’ পুরস্কারে সম্মানিত হন ?


No Questions Data Available.
No Program Data.