ভবানীপ্রসাদ মজুমদার
☰Fullscreen
ভবানীপ্রসাদ মজুমদার (জন্ম ১৯৫৩) : বাংলা শিশুসাহিত্যে, বিশেষ করে ছোটোদের ছড়া-কবিতার জগতে অত্যন্ত পরিচিত। তাঁর লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মজার ছড়া”, ‘নাম তাঁর সুকুমার’। তাঁর লেখার স্বীকৃতি হিসেবে পেয়েছেন ‘সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার’,‘সত্যজিৎ রায় পুরস্কার, ‘শিশুসাহিত্য পরিষদ পুরস্কার, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রদত্ত ‘অভিজ্ঞান স্মারক’, ‘ছড়া-সাহিত্য পুরস্কার' ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। এখনও পর্যন্ত সহজ কথায়, সরল ছন্দে, বিচিত্র বিষয়ে ষোলো হাজারেরও বেশি ছড়া লিখেছেন।
১ ছোটোদের জন্য ছড়া কবিতা লিখেছেন, এমন দুজন কবির নাম লেখো। ২ তোমার পাঠ্য কবিতাটির কবি কে? ৩ তাঁর লেখা দুটি বইয়ের নাম লেখো।
No Questions Data Available.
No Program Data.