এন্ডোরফিন

Rumman Ansari   Software Engineer   2024-06-05 08:16:31   27 Share
Subject Syllabus DetailsSubject Details
☰ Table of Contents

Table of Content:


এন্ডোরফিন

আফিমের ইংরেজি নাম morphine, Morphine হল সবচেয়ে কার্যকর ব্যাথা নাশক ওষুধ। প্রচন্ড হার্টের ব্যাথায় এটা আগে দেয়া হত, যেখানে অন্য ব্যাথার ওষুধ তেমন কাজ করত না। এ মরফিনের একটা বড় সমস্যা হল নেশা (addiction) হওয়া। একটার পর দ্বিতীয় মরফিন ইঞ্জেকশন দিল মানুষদের অতি ফুর্তি বা আনন্দদায়ক অনুভূতি হত এবং ওষুধটি নেশায় পরিণত হয়ে যেত। এজন্য ওষুধটির ব্যবহার পরে বন্ধ হয়ে যায়।

১৯৭৪ সালের দিকে বিজ্ঞানীরা দেখেন, শরীরে এরকম ব্যথা নাশক কেমিক্যাল আছে, endogenous morphine. তারা সংক্ষেপে এর নাম দিলেন endorphin.

ব্যাথা নাশকের পাশাপাশি এ এন্ডোরফিন মনে আনন্দের অনুভূতি আনে। ভারী ব্যায়াম (Vigorous exercis) করলে ব্রেনে এন্ডোরফিন নিঃস্ত হয়। এ জন্যে খেলাধুলা, দৌড়ানো ইত্যাদি কাজের পর মানুষ ফুর্তি বা আনন্দ অনুভব করে। ভারী ব্যায়ামে ৩০ মিনিট পর এবং হালকা ব্যায়ামে, যেমন দ্রুত হাটা, ১ ঘন্টা পর এন্ডোরফিন নিঃসরণ শুরু হয়।

ধর্মীয় কাজ করলে, যেমন খুব মনোযোগে নামাজ পড়লে বা কোরআন পড়লে বা জিকির করলে ব্রেনে এন্ডোরফিন নিঃসৃত হয়। ফলে মনে আনন্দ আসে।

(অনেকে ধার্মিক ব্যক্তিদের এ আনন্দ দেখে মন্তব্য করত, ধর্ম আফিম (morphine) এর মত।

এন্ডোরফিনের সংগে মরফিনের পার্থক্য হল, এন্ডোরফিনে নেশা (addiction) হয় না।