ফেরেশতা হলো ইসলাম অনুযায়ী আল্লাহর সৃষ্টি যারা নূর থেকে তৈরি হয়েছেন এবং আল্লাহর আদেশ পালন করেন। তারা মানুষের মতো কোনো বাস্তব শরীর না থাকায় আকৃতি পরিবর্তন করতে পারেন এবং যে কোনো স্থানে গমনাগমন করতে পারেন। তারা আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করেন এবং মানুষের সাথে যোগাযোগ করেন। তারা আল্লাহর দূত হিসেবে কাজ করেন এবং মানুষের কাছে আল্লাহর বাণী ও বার্তা পৌঁছে দেন। কুরআনে ফেরেশতাদের বিভিন্ন নাম ও কার্যাবলী উল্লেখ করা হয়েছে। যেমন, জিবরীল, মীকাঈল, ইসরাফিল, আযরাইল, মালিক, মুনকর, নাকীর, রিদওয়ান, মালেকাইন, হারুত, মারুত, কিরামান কাতিবীন ইত্যাদি।
জ্বীন জাতি হলো ইসলাম ধর্মের মূল গ্রন্থ কোরআনে বর্ণিত একটি জীব বা সৃষ্টি। প্রাক ইসলামী যুগেও জ্বীন জাতি সংক্রান্ত বিশ্বাস অন্যান্য আরব এবং এর কাছাকাছি এলাকায় বিদ্যমান ছিল। আরবি জ্বীন শব্দটির আক্ষরিক অর্থ গুপ্ত, অদৃশ্য, অন্তরালে বসবাসকারী বা অনেক দূরবর্তী। কুরআনে জ্বীন এবং ইনসান অর্থাৎ মানুষ এই দুই জাতির অস্তিত্বের কথা বলা হয়েছে। বৈজ্ঞানিকেরা এখনও জ্বীনের অস্তিত্বের প্রমাণ আবিষ্কারে সফল হতে পারেনননি। তবে বিভিন্ন মুসলমান সমাজে কিছু কিছু মানুষ কর্তৃক জ্বীন বশীভূত করা বা জ্বীনের সঙ্গে যোগাযোগের বিষয়টি প্রচলিত আছে।
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"