সাহাবায়ে কেরাম (রাঃ): নবীর অঙ্গীকার ও আদর্শ অনুসারী
☰Fullscreen
Table of Content:
সাহাবী কাকে বলে?
উত্তরঃ যাঁরা ঈমানের সাথে নবী (সাঃ)এর সাথে সাক্ষাত লাভ করেছেন এবং ঈমানের উপর অটল থেকে মৃত্যু বরণ করেছেন তাঁদেরকে বলা হয় সাহাবী।
- Question 1: জনৈক সাহাবী উহুদ যুদ্ধে শহীদ হন। কিন্তু আল্লাহর জন্যে তিনি একটি সিজদাও করার সুযোগ পাননি । তিনি কে?
- Question 2: কোন সাহাবী সর্বপ্রথম নিহত হওয়ার পূর্বে দু'রাকাত নামাযের প্রচলন করেন?
- Question 3: আনসারী সাহাবীদের মধ্যে সর্বপ্রথম কোন সাহাবী ইসলাম গ্রহণ করেন?
- Question 4: সর্বপ্রথম কোন সাহাবী হাবশায় (আবিসিনিয়া) হিজরত করেন?
- Question 5: কোন সাহাবীর উপাধি ছিল ‘আসাদুল্লাহ্'।
- Question 6: কোন সাহাবী সম্পর্কে নবী (সাঃ) বলেন, ‘আমার এ ছেলে নেতা, সম্ভবতঃ আল্লাহ তার মাধ্যমে মুসলমানদের বিবাদমান বড় দু'টি দলের মধ্যে বিরোধ মিমাংসা করে দিবেন'?
- Question 7: কোন দু'জন সাহাবীকে জান্নাতের যুবকদের সরদার বলা হয়েছে?
- Question 8: কোন সাহাবী নবী (সাঃ)এর কবর খনন করেছিলেন?
- Question 9: কোন মহিলা সাহাবীকে আল্লাহ্ তা'আলা জিবরীল মারফত সালাম পাঠিয়েছেন?
- Question 10: রাসূলুল্লাহ্ (সাঃ) কাকে সবচেয়ে বেশী ভালবাসতেন?
- Question 11: পুরুষদের মধ্যে কাকে রাসূলুল্লাহ্ (সাঃ) সবচেয়ে বেশী ভালবাসতেন?
- Question 12: রাসূলুল্লাহ্ (সাঃ)এর কোন্ স্ত্রী ছিলেন অধিক সিয়াম পালন কারীনী ও অধিক নফল নামায আদায় কারীনী?
- Question 13: সর্বপ্রথম কোন সাহাবী হিজরী সন গণনার প্রবর্তন করেন?
- Question 14: আবু বকর ও আবদুল্লাহ্ বিন যুবাইর (রাঃ)এর মাঝে আত্মীয়তার সম্পর্ক কিরূপ?
- Question 15: রাসূলুল্লাহ্ (সাঃ) মদীনায় হিজরত করার পর সর্বপ্রথম যে শিশু জন্ম গ্রহণ করে তার নাম কি?
- Question 16: কোন সাহাবী সর্বশেষ মৃত্যু বরণ করেন?
- Question 17: কোন্ সাহাবীকে হাজ্জাজ বিন ইউসুফ মক্কায় হত্যা করেছিল?
- Question 18: কোন সাহাবী দাজ্জালকে দেখেছেন যে, সে একটি দ্বীপে বন্দী অবস্থায় রয়েছে?
- Question 19: কোন সাহাবীর আকৃতী ধারণ করে নবী (ছাঃ)এর নিকট জিবরীল ফেরেশতা নাযিল হতেন।
- Question 20: কোন সাহাবী কিসরার হাতের বাদশাহী চুরি পরিধান করেন?
- Question 21: কোন সাহাবী মানত করেছিলেন যে, তিনি যেন কোন মুশরিককে স্পর্শ না করেন এবং কোন মুশরিকও যেন তাকে স্পর্শ করতে না পারে?
- Question 22: কোন সাহাবীর উপাধি ছিল ‘সাইফুল্লাহ্' বা আল্লাহর উন্মুক্ত তরবারী।
- Question 23: কোন সাহাবী সর্বপ্রথম আল্লাহর পথে তীর নিক্ষেপ করেন?
- Question 24: সর্বপ্রথম কোন সাহাবীকে বায়তুল মালের দায়িত্ব প্রদান করা হয়?
- Question 25: কোন সাহাবীর উপাধি ছিল ‘এ উম্মতের আমানতদার'।
- Question 26: কোন খলীফা সর্বপ্রথম ‘আমীরুল মুমেনীন' উপাধিতে ভূষিত হন?
- Question 27: উহুদ যুদ্ধে জনৈক মহিলা সাহাবীর পিতা, ভাই, চাচা ও চাচাতো ভাই শহীদ হন। যখন তিনি শুনলেন নবী (সাঃ) বেঁচে আছেন, তখন বলেন তার সকল দুঃখ তুচ্ছ। সেই মহিলার নাম কি?
- Question 28: স্বপ্নের মাধ্যমে নির্দেশ প্রাপ্ত হয়ে রাসূলুল্লাহ্ (সাঃ) একটি বিবাহ করেন। কে ছিলেন সেই স্ত্রী?
- Question 29: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কোন স্ত্রীর পবিত্রতায় পবিত্র কুরআনে ১০ টি আয়াত নাযিল হয়।
- Question 30: উহুদ যুদ্ধে কোন সাহাবীকে তীরন্দাজ বাহীনীর নেতৃত্ব দেয়া হয়?
- Question 31: কোন সাহাবী কাদেসিয়ার যুদ্ধে সেনাপতি ছিলেন?
- Question 32: রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কন্যা যায়নাবের (রাঃ) স্বামী কে ছিলেন?
- Question 33: কোন সেই সাহাবী যিনি রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর দু'কন্যা প্রথমে রুকাইয়্যা ও পরে উম্মে কুলছুমের (রাঃ) স্বামী ছিলেন?
- Question 34: মক্কা বিজয়ের দিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কারে হাতে কা'বা ঘরের চাবি দিয়েছিলেন?
- Question 35: কোন সাহাবী সম্পর্কে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তার পদযুগল ক্বিয়ামতের দিবসে উহুদ পাহাড়ের চাইতে অধিক ভারী হবে?
- Question 36: যে সাহাবী স্বপ্নে আযান দেয়ার পদ্ধতি শিখেছিলেন তাঁর নাম কি?
- Question 37: উম্মতে মুহাম্মাদীর মধ্যে সব চাইতে করুণাশীল ব্যক্তি কে ছিলেন?
- Question 38: কোন নারী জান্নাত বাসীদের রমনীদের সর্দার?
- Question 39: জনৈক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর চাচা হামযা (রাঃ)কে উহুদ যুদ্ধে শহীদ করেন। পরবর্তিতে তিনি মুসলমান হয়ে যান। কিন্তু তিনি যখনই নবী (সাঃ)এর সম্মুখে আসতেন তিনি বলতেন: তোমাকে দেখলেই চাচা হামযার কথা আমার মনে এসে যায়, তাই তুমি আমার সামনে এসো না। সেই ব্যক্তির নাম কি?
- Question 40: জনৈক সাহাবী যাতু সালাসেল যুদ্ধে স্বপ্নদোষের কারণে নাপাক হয়ে যান। কিন্তু পানি ভীষণ ঠান্ডা হওয়ার কারণে তিনি গোসল না করে তায়াম্মুম করেন। এবং দলীল পেশ করেন যে, আল্লাহ্ বলেনঃ “তোমরা নিজেদেরকে হত্যা করো না।” (সূরা নিসাঃ ২৯)। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর এই ঘটনা শুনে হেঁসেছেন কিন্তু কোন মন্তব্য করেন নি। (আবু দাউদ) উক্ত সাহাবীর নাম কি?
- Question 41: একজন মহিলা সাহাবী- দু'বার হিজরত করেন, দু'ই ক্বিবলার দিকে নামায পড়েন, স্বামী মারা গেলে নিজে তার গোসল দেন, নবীজীর সাথে বিদায় হজ্জে বের হয়ে রাস্তায় সন্তান প্রসব করেন। তাঁর নাম কি?
- Question 42: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ৬৩ বয়সে মৃত্যু বরণ করেন। সাহাবীদের মধ্যে কে কে এই বয়সে মৃত্যু বরণ করেছিলেন?
- Question 43: কোন সাহাবীর জান্নাতী স্ত্রীকে নবী (সাঃ) জান্নাতে দেখে এসেছেন ?
- Question 44: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর কোন স্ত্রীকে আল্লাহ্ তা'আলা জিবরীল (আঃ) মারফত সালাম দিয়েছেন?
- Question 45: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)একদা তাঁর জনৈক স্ত্রীকে তালাক প্রদান করেন। তখন জিবরীল (আঃ) এসে তাঁকে বলেন, আপনি তাকে ফিরিয়ে নিন । কেননা তিনি অধিক ছিয়াম পালনকারীনী এবং অধিক নফল নামায আদায় কারীনী। আর তিনি জান্নাতে আপনার স্ত্রী। তাঁর নাম কি?
- Question 46: নবী (সাঃ)এর কন্যা 'যায়নাব' মৃত্যু বরণ করলে জনৈক মহিলা সাহাবী তাকে গোসল দেন। সেই মহিলার নাম কি?
- Question 47: কোন সেই সৌভাগ্যবান সাহাবী যার ইমামতিতে রাসূলুল্লাহ্ (সাঃ) নামায আদায় করেছেন?
- Question 48: আবু বকর ব্যতীত আরেকজন সৌভাগ্যবান সাহাবী আছেন যার ইমামতিতে রাসূলুল্লাহ্ (সাঃ) নামায আদায় করেছেন। কে তিনি?
- Question 49: কোন সাহাবী বদর যুদ্ধে নিজ পিতা মুশরিক হওয়ার কারণে তাকে হত্যা করেন?
- Question 50: কোন মহিলা সাহাবীকে দুই শহীদের মাতা বলা হয়? তিনি মৃত্যু বরণ করলে রাসূল (সাঃ) নিজের জামা দ্বারা কাফন পরান এবং নিজে তাকে কবরে রাখেন।
- Question 51: রাসূল (সাঃ)এর মৃত্যুর পর তাঁর স্ত্রীদের মধ্যে কে সর্বপ্রথম মৃত্যু বরণ করেন?
- Question 52: কোন সাহাবী নবী (সাঃ) এর দশ বছর খেদমত করেন?
- Question 53: কোন সাহাবীর জন্য নবী (সাঃ) দু'আ করেছিলেন, “হে আল্লাহ তার ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি বাড়িয়ে দাও এবং তাতে বরকত প্রদান কর।”
- Question 54: কোন সাহাবী নবী (সাঃ)এর ওহী লিখক ছিলেন এবং আত্মীয়তার দিক থেকে তাঁর শ্যালক ছিলেন?
- Question 55: কোন মহিলা সাহাবীকে ‘কুরআনের প্রহরী’ হিসেবে আখ্যা দেয়া হয়েছে?
- Question 56: কোন মহিলা সাহাবী সবচেয়ে বেশী হাদীছ বর্ণনা করেন?
- Question 57: সাহাবী কাকে বলে?
- Question 58: খালিদ বিন ওয়ালিদ কোন্ যুদ্ধে নয়টি তরবারী ভেঙ্গেছিলেন?
- Question 59: কোন সাহাবীকে রাসূলুল্লাহ্ (সাঃ) গোপন বিষয় জানাতেন?
- Question 60: কোন সাহাবী রাসূলুল্লাহ্ (সাঃ)এর সময় ফতোয়া দিতেন?
- Question 61: কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল?
- Question 62: কোন সাহাবীকে জান্নাতের আটটি দরজা থেকেই আহবান করা হবে?
- Question 63: কোন সাহাবীকে সাইয়্যেদুশ শোহাদা বলা হয়?
- Question 64: হামযা (রাঃ) কোন যুদ্ধে শহীদ হন?
- Question 65: কোন সাহাবীকে নবী (সাঃ) ইসলামের প্রথম দূত (শিক্ষক) হিসেবে মদীনায় প্রেরণ করেন?
- Question 66: কোন সাহাবী নবী (সাঃ) এর চাচা এবং দুধ ভাই ছিলেন?
- Question 67: নবী (সাঃ) মে'রাজে গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়ায শুনতে পান?
- Question 68: কোন সাহাবী ইসলামের প্রথম মুআযযিন ছিলেন?
- Question 69: কোন সাহাবীকে বলা হত ‘সাইফুল্লাহ্” বা ‘আল্লাহর তরবারী’?
- Question 70: ফেরেশ্তাগণ কোন সাহাবীর গোসল দিয়েছিলেন?.
- Question 71: কোন সাহাবীকে বলা হত উড়ন্ত শহীদ?
- Question 72: জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবী কে কে?
- Question 73: ইসলামের চার খলীফার নাম কি?
- Question 74: কোন সাহাবী সম্পর্কে নবী (সাঃ) বলেন, আমার পরে নবী এলে তিনি হতেন? কিন্তু আমার পর কোন নবী নেই ।
- Question 75: কোন সাহাবীকে বলা হয় যুন্-নূরাইন?
- Question 76: কেন উছমান বিন আফ্ফান (রাঃ)কে যুনূরাইন বলা হত।
- Question 77: কোন সাহাবীর উপাধী ছিল ‘আবু তুরাব’।
- Question 78: কোন্ সাহাবীকে দেখলে ফেরেশতারা লজ্জিত হতেন?
- Question 79: কোন সাহাবীর ঈমানের সাথে সমস্ত মানুষের ঈমান ওযন করলে তাঁর ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে?
- Question 80: আবু বকর (রাঃ) এর প্রকৃত নাম কি?
- Question 81: কোন সাহাবী নবী (সাঃ)এর দশ বছর খিদমত করেন?
- Question 82: কোন সাহাবীকে বলা হত জীবন্ত শহীদ?
- Question 83: নবী (সাঃ) এর কতজন মুআযযিন ছিলেন ?
- Question 84: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কোন সাহাবীর নিকট থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন?
- Question 85: কোন সাহাবী সূরা বাকারা তেলাওয়াত করার সময় আসমান থেকে ফেরেশতা নাযিল হয়েছিল?
- Question 86: কোন সাহাবীকে খোঁড়া শহীদ বলা হয়?
- Question 87: কোন সাহাবীকে রাস্তা দিয়ে চলতে দেখলে শয়তান অন্য রাস্তা দিয়ে চলত?
- Question 88: ওমর (রাঃ)কে ‘ফারূক্ব' নামে অভিহিত করার কারণ কি ছিল?
- Question 89: কোন সাহাবীকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছিলেন, “হারূন যেমন মূসার স্থলাভিষিক্ত ছিলেন, তুমি আমার নিকট সেই রকম মর্যাদা সম্পন্ন, তবে আমার পরে কোন নবী নেই।”
- Question 90: ২০ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই কোন সাহাবীকে একটি যুদ্ধের সেনাপতি নিয়োগ করা হয়?
- Question 91: সর্বপ্রথম কোন সাহাবী কা'বা ঘরে আযান প্রদান করেন?
- Question 92: কোন সাহাবী সবচেয়ে বেশী হাদীছ বর্ণনা করেন?
- Question 93: আবু হুরায়রা (রাঃ) এর আসল নাম কি?
- Question 94: কোন সাহাবীকে জিনে হত্যা করেছিল?
- Question 95: কোন সাহাবীকে সর্বশ্রেষ্ঠ কুরআন পাঠক বলা হত?
- Question 96: কোন সাহাবীকে আবু বকর (রাঃ) কুরআন একত্রিত করার দায়িত্ব প্রদান করেন?
- Question 97: কোন সাহাবী সম্পর্কে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “প্রত্যেক নবীর একজন বিশেষ সাহায্যকারী থাকে, আমার সাহায্যকারী হচ্ছে..?
- Question 98: সর্বপ্রথম কোন সাহাবী রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে ইসলামী অভিভাদন সালাম প্রদান করেন?
- Question 99: কোন খলীফাকে পঞ্চম খোলাফায়ে রাশেদা বলা হয়?
- Question 100: কোন সাহাবীকে তরজুমানুল কুরআন (কুরআনের অনুবাদক) ও সাইয়্যেদুল মুফাস্সিরীন (শ্রেষ্ঠ তাফসীরকারক) বলা হত?
- Question 101: কোন সাহাবীর জন্য নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দু'আ করেছিলেন, “হে আল্লাহ্ তাকে দ্বীনের গভীর জ্ঞান দান কর এবং কুরআনের তাফসীর শিক্ষা দান কর”?
- Question 102: কোন তিনজন সাহাবী তাবুক যুদ্ধে অংশ নেয়া থেকে বিরত ছিলেন?
- Question 103: কোন সাহাবী দু'আ করলেই আল্লাহ কবূল করতেন?
- Question 104: জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবীর মধ্যে সবশেষে কার মৃত্যু হয়?
- Question 105: কোন সাহাবী নবী (সাঃ)এর মামা ছিলেন?
- Question 106: কোন সাহাবীকে নবী (সাঃ)এর কবি বলা হত?
- Question 107: কোন সাহাবী সম্পর্কে নবী (ছাঃ) বলেন, ‘আমার উম্মতের মধ্যে হালাল-হারাম সম্পর্কে সর্বাধিক জ্ঞানী' ।?
- Question 108: বদর যুদ্ধে জনৈক সাহাবীর তরবারী ভেঙ্গে গেলে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার হাতে একটি ডাল তুলে দেন। ডালটি তরবারির কাজ করে। সাহাবীর নাম কি?
- Question 109: কোন সাহাবী সম্পর্কে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, 'তুমি দুনিয়া ও আখেরাতে আমার ভাই'?
- Question 110: কোন সাহাবীকে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কা বিজয়ের পূর্বে ওমরা করার অনুমতি দেন? তিনি প্রকাশ্যে তালবিয়া পড়ে মক্কা প্রবেশ করেন কিন্তু মুশরেকরা বাধা দেয়ার সাহস পায়নি।
- Question 111: কোন সাহাবীর পরামর্শে নবী (সাঃ) মদীনায় খন্দক খনন করেন?
Related Questions
No Program Data.
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"