সিয়াম/রোযা

Rumman Ansari   Software Engineer   2023-09-27 00:00:00   381 Share
Subject Syllabus DetailsSubject Details 87 Questions
☰ Table of Contents

Table of Content:


সিয়ামের শাব্দিক অর্থ কি?

উত্তর : সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা। ফার্সী ভাষায় এটাকে রোযা বলা হয়।

প্রশ্ন ২ : রমযান মাসের সিয়ামের হুকুম কি?

উত্তর : এটা ফরয।

প্রশ্ন ৩ : এটা কোন হিজরী সালে ফরয হয়েছে?

উত্তর : দ্বিতীয় হিজরীতে।

প্রশ্ন ৪ : সিয়াম ফরয হওয়ার দলীল জানতে চাই।

উত্তর :

(ক) আল্লাহ তা'আলা বলেন : 

[১] ঈমানদারগণ!, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মাতের উপর। যাতে তোমরা মুত্তাকী হতে পার। (বাকারাহ : ১৮৩)

[২] রমযান হলো সেই মাস যে মাসে কুরআন নাযিল করা হয়েছিল। মানবজাতির জন্য হিদায়াত ও সুস্পষ্ট পথ নির্দেশক এবং হক ও বাতিলের পার্থক্য নির্ণয়কারী। কাজেই তোমাদের মধ্যে যারাই এ মাস পাবে তারা যেন অবশ্যই সিয়াম পালন করে। (বাকারাহ : ১৮৫)

(খ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :

 ইসলামের ভিত্তি পাঁচটি : এ মর্মে সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া আর সত্যিকার কোন মাবুদ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করা, যাকাত দেয়া, হজ করা এবং রমযান মাসের সিয়াম পালন করা। (বুখারী : ৮; মুসলিম : ১৬)

কিছু সারকথা

* রমযান মাস কুরআন নাযিলের মাস।

* রমযান মাস বরকতের মাস ।

* রমযান মাস নফল ইবাদতের মাস।

* রমযান মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস অপেক্ষা উত্তম।

* রমযান মাস দান করার মাস।

* রমযান মাস কুরআন শোনা ও শোনানোর মাস

* রমযান মাস শয়তান ও দুষ্ট জিনেদের শৃঙ্খলাবদ্ধ করার মাস ।

* রমযান মাস জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেয়ার মাস।

* রমযান মাস জান্নাতের দরজা খুলে দেয়ার মাস

* রমযান মাস দুআ কবুলের মাস ।

* রমযান মাসে শয়তান বন্দী থাকে।