মায়মূনা বিনতুল হারেছ

Rumman Ansari   Software Engineer   2024-09-19 06:32:29   195  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

মায়মূনা বিনতুল হারেছ

নাম্বার নবীজির স্ত্রী নবীজির বয়স স্ত্রী বয়স অন্যান্য তথ্য
১১. মায়মূনা বিনতুল হারেছ
(مَيْمُونَةُ بِنْتُ الْحَارِثِ)
৫৯ ৩৬ অন্যান্য তথ্য:
  • বিবাহ যুলক্বা‘দাহ ৭ হি.;
  • মৃত্যুর সন ৫১ হি.;
  • দাফন মক্কার নিকটবর্তী ‘সারিফে’;
  • বয়স ৮০।
  • দাম্পত্য জীবন- সোয়া তিন বছর।

পরিচিতি

ইনি হযরত আব্দুল্লাহ ইবনে আববাস (রাঃ) ও খালেদ বিন অলীদ (রাঃ)-এর আপন খালা ছিলেন এবং উম্মুল মুমিনীন হযরত যয়নব বিনতে খুযায়মার সহোদর বৈপিত্রেয় বোন ছিলেন। যিনি ইতিপূর্বে ৩ হিজরীতে মৃত্যুবরণ করেন। তাঁর পূর্বের দুই স্বামী মারা গেলে ভগ্নিপতি হযরত আববাস (রাঃ) রাসূল (ছাঃ)-এর নিকটে তার বিবাহের প্রস্তাব দেন। ফলে ৭ম হিজরীতে ক্বাযা ওমরাহ শেষে ফেরার সময় মক্কা থেকে ৬ কি.মি. উত্তরে তান‘ঈম-এর নিকটবর্তী ‘সারিফ’ (السَرِف) নামক স্থানে উক্ত বিবাহ সম্পন্ন হয়। এটিই ছিল রাসূল (ছাঃ)-এর সর্বশেষ বিবাহ। তিনি মোট ৭৬টি হাদীছ বর্ণনা করেন। তন্মধ্যে মুত্তাফাক্ব ‘আলাইহ ৭টি, এককভাবে বুখারী ১টি, মুসলিম ৫টি। বাকী ৬৩টি অন্যান্য হাদীছ গ্রন্থে স্থান পেয়েছে। [1]

[1]. মানছূরপুরী, রহমাতুল্লিল ‘আলামীন, নকশা ২/১৮২, বিস্তারিত ২/১৪৪-৮১; ইবনু হিশাম ২/৬৪৩-৪৮; শাযাল ইয়াসমীন ফী ফাযায়েলে উম্মাহাতিল মুমিনীন, (কুয়েত : ওয়াক্ফ মন্ত্রণালয়, তাবি) ৩১-৩৪ পৃঃ।


পিতা মাতা


জন্ম


মৃত্যু


বিবাহ

ক্রমিক সংখ্যা স্বামীদের নাম সন্তান-সন্ততি ও অন্যান্য তথ্য
1 মাসউদ বিন আমর বিন আমীর সাকাফীর --
2 আবূ রহুম বিন আবদুল উজদার --
3 মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ) --

ইসলাম গ্রহণ


যুদ্ধে অংশগ্রহণ