আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম): আদর্শ মানবতা
Table of Content:
- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন দুনিয়ায়
- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মসনে আবরাহার অভিযান
- মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যজীবন
- যুদ্ধের ময়দানে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
- হিলফুল ফুজুল
- হিলফুল ফুজুলের পাঁচ দফা
- Related Questions
- Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন দুনিয়ায়
ঈসায়ী ৫৭০ সনের এপ্রিল মাসে তথা রবিউল আউয়াল মাসে মুহাম্মদ সা. কাবার মুতাওয়াল্লী আবদুল মুত্তালিবের বাস গৃহে ভূমিষ্ট হন। তাঁর আব্বা আবদুল্লাহ ইতিপূর্বে মারা যান। আম্মা আমিনা শিশুপুত্রকে নিয়ে শ্বশুর আবদুল মুত্তালিবের ঘরে বসবাস করতে থাকেন।

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মসনে আবরাহার অভিযান
ইয়ামেনের খৃষ্টান বাদশাহ আবরাহ রাজধানী সানা শহরে একটি বিরাট গীর্জা নির্মাণ করে। অতঃপর সে আরবদের হজ অনুষ্ঠান কাবা থেকে এই গীর্জায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়।
এই উদ্দেশ্য সে কাবা ধ্বংস করার জন্য ৬০ হাজার সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। তার বাহিনীতে বেশ কিছু হাতীও ছিলো। এটা ছিলো ৫৭১ খৃষ্টাব্দের ঘটনা।
কাবার মুতাওয়াল্লী আবদুল মুত্তালিব আছছিফাহ নামক স্থানে আবরাহার সংগে সাক্ষাৎ করে তাকে ধন- সম্পদ নিয়ে দেশে ফিরে যাবার অনুরোধ জানান। আবরাহ কাবা ধ্বংস করার সিদ্ধান্ত ব্যক্ত করে। আবদুল মুত্তালিব কুরাইশদেরকে পাহাড়ী অঞ্চলে চলে যান।
আবরাহা অগ্রসর হলো মক্কার দিকে। মিনা ও মুজদালিফার মধ্যবর্তী মুহাসসির নামক স্থানে তার বাহিনী পৌছলে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদের উপর বৃষ্টির মতো পাথর খন্ড ফেলতে লাগলো।
এবং তিনি তাদের উপর পাথর খন্ড নিক্ষেপ করছিলো। ফলে তাদের অবস্থা হলো চিবানো ভূষির মতো। (সূরা আল-ফিলঃ ৩-৫)
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাল্যজীবন
সুয়াইবাহ নামক এক মহিলা হন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দুধ-মা। পরে হালীমাহ আস সাদীয়াহ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে এলেন চির স্বাধীন মরু বেদুইনদের মাঝে। ছয় বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন তাঁর আম্মার কাছে। আম্মা তাঁকে নিয়ে ইয়াসরিব যান।
স্বামীর কবর দেখা ও আত্মীয় বাড়ীতে প্রায় মাস খানেক থাকার পর আমিনা পুত্রকে নিয়ে মক্কার দিকে রওয়ানা হন। আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যু বরণ করেন।
দাসী উম্মু আইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে মক্কায় নিয়ে আসেন। দাদা আবদুল মুত্তালিবের স্নেহ ছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হতে থাকেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন আট, তখন দাদা আবদুল মুত্তালিবও মারা যান। এবার চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় আযইয়াদ উপত্যাকায় মুক্ত আকাশের নীচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেষ চরাতেন। বারো বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালিবের সংগে সিরিয়া সফর করেন।
যুদ্ধের ময়দানে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন ১৫ বছর। কুরাইশ ও কাইস গোত্রের মাঝে পুরানো শত্রুতার কারণে যুদ্ধ বাঁধে। এই যুদ্ধে কুরাইশগণ ন্যায়ের উপর ছিলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পক্ষে যুদ্ধে যান। কিন্তু তিনি কারো প্রতি আঘাত হানেননি। যুদ্ধে কুরাইশরা জয়ী হয়। এই যুদ্ধেরই নাম ফিজারের যুদ্ধ।
হিলফুল ফুজুল
যুদ্ধ ছিলো আরবদের নেশা। শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিলো। মানুষের কোন নিরাপত্তা ছিলো না। সবাই আতংকের মধ্যে দিন কাটাতো। আয যুবাইর ইবনু আবদিল মুত্তালিব ছিলেন একজন কল্যাণকামী ব্যক্তি। তিনি এই অবস্থার পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তির সাথে মত বিনিময় করেন। অনুকুল সাড়াও পেলেন। শিগগিরই গড়ে উঠলো একটি সংগঠন। নাম তার হিলফুল ফুদুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স তখন সতের বছর। তিনি সানন্দে এই সংগঠনের অন্তর্ভুক্ত হন।
হিলফুল ফুজুলের পাঁচ দফা
১। আমরা দেশ থেকে অশান্তি দূর করবো।
২। পথিকের জান-মালের হিফাজাত করবো।
৩। অভাবগ্রস্থদের সাহায্য করবো।
৪। মাযলুমের সাহায্য করবো।
৫। কোন যালিমকে মক্কায় আশ্রয় দেবো না ।
- Question 1: আমাদের প্রিয় নবীজীর নাম কি?
- Question 2: আমাদের প্রিয় নবীজীর, তাঁর পিতা- মাতা ও দাদার নাম কি?
- Question 3: আমাদের প্রিয় নবীজী, তাঁর দুধমাতার নাম কি?
- Question 4: আমাদের প্রিয় নবীজীর নাম কয়টি ও কি কি?
- Question 5: আমাদের প্রিয় নবীজী, তিনি কখন জন্মলাভ করেন?
- Question 6: জন্মলাভের পর কে তাঁর লালন-পালনের দায়িত্বভার গ্রহণ করেন?
- Question 7: কে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নাম ‘মুহাম্মাদ' রাখেন?
- Question 8: নবীজীর কত বছর বয়সে তাঁর পিতা-মাতা ইন্তেকাল করেন?
- Question 9: নবীজীর কত বছর বয়সে তাঁর দাদা আবদুল মুত্তালেব ইন্তেকাল করেন?
- Question 10: দাদা আবদুল মুত্তালেব ইন্তেকাল করার পর কে তাঁর লালন-পালনের দায়িত্ব নেন?
- Question 11: নবীজী কত বছর বয়সে চাচা আবু তালেবের সাথে শাম দেশ (সিরিয়া) সফর করেন?
- Question 12: কৈশরে নবীজী কি কাজ করতেন?
- Question 13: কৈশরে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পিতৃব্যদের সাথে একটি যুদ্ধে অংশ নেন। যুদ্ধটির নাম কি ?
- Question 14: হিলফুল ফযূল কি?
- Question 15: নবৃওতের পূর্বে নবীজীর একটি বিচক্ষণতা পূর্ণ ফায়সালার বিবরণ দাও?
- Question 16: যুবক বয়সে নবীজী কি কাজ করতেন?
- Question 17: তিনি কখন কার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন?
- Question 18: আমাদের প্রিয় নবীজী, তাঁর কতজন স্ত্রী ছিলেন? তাঁদের নাম কি?
- Question 19: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সর্বপ্রথম ও সর্বশেষ স্ত্রীর নাম কি?
- Question 20: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর একমাত্র কুমারী স্ত্রী কে ছিলেন?
- Question 21: রাসূলুল্লাহ (সাঃ)এর কতজন সন্তান ছিলেন?
- Question 22: রাসূলুল্লাহ (সাঃ)এর কতজন সন্তান ছিলেন?
- Question 23: কতবার এবং কখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর বক্ষ বিদীর্ণ করা হয়?
- Question 24: নবুওতের পূর্বে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কিভাবে ইবাদত করতেন?
- Question 25: কোন পাহাড়ের কোন গুহায় নবীজী ধ্যানমগ্ন থাকতেন?
- Question 26: কত বছর বয়সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর উপর ওহী নাযিল হয়?
- Question 27: কখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর উপর ওহী নাযিল হয়?
- Question 28: গারে হেরা থেকে ফিরে এলে স্ত্রী খাদিজা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে নিয়ে কার কাছে গমণ করেন এবং তিনি কি বলেন?
- Question 29: নবুওত লাভের পর নবীজী কিভাবে মানুষকে ইসলামের দা'ওয়াত দিতেন?
- Question 30: সাহাবীদের সাথে গোপনে কোথায় মিলিত হতেন?
- Question 31: গোপন দা'ওয়াতের সময় কাল কত বছর ছিল?
- Question 32: মক্কী জীবনের দা'ওয়াতী কাজ কয়টি পর্যায়ে বিভক্ত ছিল? প্রত্যেক পর্যায়ের সময়কাল কত ছিল?
- Question 33: সর্বপ্রথম কারা ইসলাম গ্রহণ করেন?
- Question 34: কাফের হওয়া সত্বেও দাওয়াতী কাজে কে নবীজীকে সহযোগিতা করেন?
- Question 35: সর্বপ্রথম মুসলমানগণ কোথায় হিজরত করেন এবং কখন?
- Question 36: আবিসিনয়া বা হাবশার দ্বিতীয় হিজরতে কতজন পুরুষ ও কতজন নারী ছিলেন?
- Question 37: কেন সেই দেশে হিজরত করার জন্য নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সাহাবীদেরকে পরামর্শ দেন?
- Question 38: কোথায় কতদিন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বয়কট করে রাখা হয়েছিল?
- Question 39: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর নবুওতী জীবনের কোন সময়কে 'আমুল হুযন' বা দুশ্চিন্তার বছর বলা হয়?
- Question 40: কোন কোন কাফের রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে সবচেয়ে বেশী কষ্ট দিয়েছিল?
- Question 41: একজন কাফের রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে খুবই কষ্ট দিত। তার ধ্বংসের জন্য তার নামে কুরআনে একটি সূরা নাযিল হয়। ঐ কাফেরের নাম কি এবং সূরাটির নাম কি?
- Question 42: নবীজী কখন মে'রাজে গমণ করেন ?
- Question 43: আক্বাবার প্রথম বায়আত কখন অনুষ্ঠিত হয়?
- Question 44: আক্বাবার প্রথম বায়আতে কোন্ গোত্র থেকে কতজন লোক অংশ নিয়েছিলেন?
- Question 45: আক্বাবার দ্বিতীয় বায়আত কখন অনুষ্ঠিত হয়?
- Question 46: নবীজী নবুওতের কত বছর মক্কায় অতিবাহিত করেন?
- Question 47: নবীজী কত বছর মদীনায় কাটান?
- Question 48: নবীজী কখন মক্কা ছেড়ে মদীনায় হিজরত করেন?
- Question 49: হিজরতের পূর্বে নবীজী কাকে তাঁর বিছানায় শায়িত রেখে গিয়েছিলেন?
- Question 50: নবীজীর হিজরতের সময় সফর সঙ্গী কে ছিলেন?
- Question 51: এই বায়আতে কতজন লোক অংশ নিয়েছিলেন?
- Question 52: কখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে হিজরতের আদেশ করা হয়?
- Question 53: হিজরতের সময় তিনি কোন গুহায় কত দিন আত্মগোপন করেন?
- Question 54: হিজরতের সময় নবীজী রাস্তা দেখানোর জন্য একজন কাফেরকে পথপ্রদর্শক হিসেবে ভাড়া করে ছিলেন। তার নাম কি?
- Question 55: নবীজীকে ধরিয়ে দেয়ার জন্য কাফেরগণ কি পুরস্কারের ঘোষণা দিয়েছিল?
- Question 56: নবীজীর উটনীর নাম কি ছিল?
- Question 57: নবীজী কখন মদীনায় পৌঁছেন?
- Question 58: নবীজি কখন মদীনায় প্রবেশ করেন?
- Question 59: নবীজী মদীনায় গিয়ে কার বাড়িতে অবস্থান করেন?
- Question 60: নবীজী সর্বপ্রথম কোন মসজিদটি নির্মাণ করেন?
- Question 61: নবীজী কতবার ওমরা করেন?
- Question 62: নবীজী কতবার হজ্জ করেন?
- Question 63: বিদায় হজ্জে কতজন লোক নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সাথে হজ্জ করেছেন?
- Question 64: মদীনায় গিয়ে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) স্থানীয় ইহুদীদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত করেন। ইসলামের ইতিহাসে এটাকে কি নামে আখ্যায়িত করা হয়েছে?
- Question 65: নবীজী কতটি রামাযান রোযা রাখেন?
- Question 66: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কখন মৃত্যু বরণ করেন?
- Question 67: মৃত্যুর সময় নবীজীর বয়স কত ছিল?
- Question 68: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে কোথায় দাফন করা হয়েছে?
- Question 69: নবীজীর নামাযে জানাযা কে পড়িয়েছে?
- Question 70: নবী করীম (সা.) এর বংশ কেমন ছিলো?
- Question 71: পিতার দিক থেকে নবী করীম (সা.) এর বংশ ধারা বর্ননা কর ।
- Question 72: আমাদের নবীর নাম কী ?
- Question 73: হযরত মুহাম্মদ (সা) কত খ্ৰীষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?
- Question 74: হযরত মুহাম্মদ (সা), তাঁর পিতার নাম কী ?
- Question 75: মাতার দিক থেকে নবী করীম (সা.) এর বংশ ধারা বর্ননা কর।
- Question 76: ইরহাসাত কাকে বলে?
- Question 77: নবী করীম (সা.) এর জন্মের পূর্বে কি কি বরকত প্রকাশ পেয়েছিল? নবীজী (সা.) গর্ভে থাকাকালীন তাঁর মা কি কি স্বপ্ন দেখেছেন?
- Question 78: হযরত মুহাম্মদ (সা), তাঁর মাতার নাম কী ?
- Question 79: হযরত মুহাম্মদ (সা) ,তাঁর পিতা কখন মারা যান ?
- Question 80: কত বছর বয়সে হযরত মুহাম্মদ (সা), তাঁর মাতা মারা যান ?
- Question 81: হযরত মুহাম্মদ (সা), তিনি কোথায়, কোন বংশে জন্মগ্রহণ করেন ?
- Question 82: হযরত মুহাম্মদ (সা), তাঁর দুধ মার নাম কী ?
- Question 83: হযরত মুহাম্মদ (সা), তাঁর দাদার নাম কী ?
- Question 84: নবী করীম (সা.) গর্ভে থাকাকালীন অবস্থায় তাঁর মা কোন কষ্ট অনুভব করেছেন কিনা?
- Question 85: নবী করীম (সা.) এর শুভ জন্ম কখন হয়েছিল এবং তাঁর জন্মস্থল কোনটি?
- Question 86: নবী করীম (সা.) এর পিতা কখন ইন্তিকাল করেন?
- Question 87: কত বছর বয়সে তিনি হযরত মুহাম্মদ (সা), তাঁর দাদাকে হারান ?
- Question 88: হযরত মুহাম্মদ (সা) ,তাঁর চাচার নাম কী?
- Question 89: বাল্যকালে মুহাম্মদ (সা) কি নামে পরিচিত ছিলেন ?
- Question 90: কত বছর বয়সে হযরত মুহাম্মদ (সা), তিনি খাদিজাকে বিবাহ করেন ?
- Question 91: পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা কর?
- Question 92: নবী করীম (সা.) কোথায় কার কাছে দুগ্ধ পান করেন?
- Question 93: নবজাতকের দুগ্ধ পানের ক্ষেত্রে আরবদের কি রীতি ছিল এবং তা কেন?
- Question 94: কত বছর বয়সে হযরত মুহাম্মদ (সা), তিনি হিলফুল ফুযুল গঠন করেন ?
- Question 95: হিলফুল ফুযুল' কী ?
- Question 96: হযরত মুহাম্মদ (সা), তিনি কোথায় ধ্যানমগ্ন থাকতেন ?
- Question 97: নবী করীম (সা.) এর জন্মের পর কি কি বিস্ময়কর ঘটনা ঘটেছে লিখুন? বা নবীজী (সা.) এর জন্মের পর সংঘটিত কতিপয় বিস্ময়কর ঘটনাবলীর বিবরণ দাও ।
- Question 98: রাসূলে পাক (সা.) এর দাফন কার্য সমাধা না করে সাহাবায়ে কিরাম খলীফা নির্বাচনকে সর্বাধিক জরুরী মনে করলেন কেন?
- Question 99: আল্লাহ তায়ালা সর্বপ্রথম হযরত মুহাম্মদ (সা)কে কী করতে আদেশ করলেন?
- Question 100: আল্লাহ তায়ালা সর্বপ্রথম হযরত মুহাম্মদ (সা)কে কী করতে আদেশ করলেন?
- Question 101: হযরত মুহাম্মদ (সা) কবে মদীনায় হিজরাত করেন ?
- Question 102: হযরত হালীমা সাদিয়ার কিভাবে নবীজী (সা.) এর দুধ পান করানোর গৌরব অর্জন করলেন?
- Question 103: রাসূলুল্লাহ (সা.) কে কখন কোথায় দাফন-কাফন করা হয়?
- Question 104: হযরত (সা) এর সবচেয়ে বড় মু'জিযা কী ?
- Question 105: হযরত মুহাম্মদ (সা) নিজে কোন মসজিদ তৈরি করেছেন ?
- Question 106: মহানবী (সা) স্বয়ং কয়টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন ?
- Question 107: মহানবী (সা) যখন মদীনায় হিজরাত করেন তখন তাঁর বয়স ছিল কত?
- Question 108: মহানবী(সা) হিজরাতের সময় কোন গুহায় আশ্রয় নিয়েছিলেন ?
- Question 109: হালীমা সাদিয়া নবীজীকে গ্রহণ করার পর কি কি বরকত প্রকাশিত হয়েছিল?
- Question 110: গুহায় মহানবীর সাথে কে ছিলেন ?
- Question 111: হযরত মুহাম্মদ (সা) কখন দৈনিক ৫ বার সালাত আদায়ের আদেশ প্রাপ্ত হয়েছিলেন ?
- Question 112: মি'রাজ শব্দের অর্থ কী ?
- Question 113: কার সাথে মহানবী (সা) মি'রাজ গমন করেন ?
- Question 114: মি'রাজ কখন সংগঠিত হয় ?
- Question 115: নবী করীম (সা.) এর চরিত্র মাধুরীর কয়েকটি দিক আলোচনা কর ।
- Question 116: রাসূল (সা.) এর কয়েকটি মুজিযা সম্পর্কে আলোচনা কর ।
- Question 117: হুদাইবিয়ার সন্ধি কত হিজরীতে স্বাক্ষরিত হয় ?
- Question 118: হুদাইবিয়ার সন্ধির লেখক কে ?
- Question 119: মহানবী (সা) এর পালক পুত্র কে ছিলেন ?
- Question 120: মহানবী (সা) কোথায় বিদায় হজ্বের ভাষণ দিয়েছিলেন ?
- Question 121: রাসূল (সা.) কোন মাসে মক্কা জয় করেন?
- Question 122: কদরের রজনীতে রাসূল (সা.) কোন দু'আ বেশি বেশি পড়তেন?
Related Questions
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"