খাদীজা বিনতে খুওয়াইলিদ

Rumman Ansari   Software Engineer   2023-11-25 11:20:15   225  Share
Subject Syllabus DetailsSubject Details
☰ TContent
☰Fullscreen

খাদীজা বিনতে খুওয়াইলিদ

নাম্বার নবীজির স্ত্রী নবীজির বয়স স্ত্রী বয়স অন্যান্য তথ্য
১. খাদীজা বিনতে খুওয়াইলিদ
(خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ)
২৫ ৪০ অন্যান্য তথ্য:
  • পূর্বে তিনি দুই স্বামী হারান।
  • মৃত্যুসন- রামাযান ১০ম নববী বর্ষ;
  • দাফন- মক্কার ‘হাজূনে’;
  • মৃত্যুকালে বয়স ৬৫।
  • রাসূল (ছাঃ)-এর সাথে তাঁর দাম্পত্যকাল- ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর।
  • তিনি বেঁচে থাকা অবধি রাসূল (ছাঃ) দ্বিতীয় বিয়ে করেননি।

পরিচিতি

আরবের ধনীশ্রেষ্ঠা মহিলা খাদিজা (রাঃ)-এর বংশের ধারা চার পুরুষ আগে রাসূলে করীমের বংশের সংগে এসে মিলিত হয়। খাদিজার পিতার নাম খাওলেদ বিন আসাদ বিন আবদুল উয্যা বিন কুসাই। তাঁর মাতার নাম ছিল ফাতেমা বিনতে যায়েদা।

যৌবনে পদার্পণ করার পর তাঁর উন্নত চরিত্র এবং পবিত্র ও সংযমী জীবনের পরিচয় পেয়ে লোকেরা তাঁকে তাহিরা (পবিত্রা) উপাধি প্রদান করেন ।


পিতা মাতা

খাদিজার পিতার নাম খাওলেদ বিন আসাদ বিন আবদুল উয্যা বিন কুসাই। তাঁর মাতার নাম ছিল ফাতেমা বিনতে যায়েদা। ইতিহাস বেত্তাদের মতে খাদিজা (রাঃ) আবরাহা কর্তৃক মক্কা অবরোধের পনের বছর আগে জন্মগ্রহণ করেন।


জন্ম

ইতিহাস বেত্তাদের মতে খাদিজা (রাঃ) আবরাহা কর্তৃক মক্কা অবরোধের পনের বছর আগে জন্মগ্রহণ করেন।


মৃত্যু

মৃত্যুসন- রামাযান ১০ম নববী বর্ষ; দাফন- মক্কার ‘হাজূনে’; মৃত্যুকালে বয়স ৬৫। রাসূল (ছাঃ)-এর সাথে তাঁর দাম্পত্যকাল- ২৪ বছর ৬ মাস বা প্রায় ২৫ বছর। তিনি বেঁচে থাকা অবধি রাসূল (ছাঃ) দ্বিতীয় বিয়ে করেননি।


বিবাহ

ক্রমিক সংখ্যা স্বামীদের নাম সন্তান-সন্ততি
1 আবু হালাহ বিন মালেক তামীমী হালাহ, তাহের ও হিন্দ নামে ৩ পুত্র ছিল। যারা সবাই পরে সাহাবি হন’ (আল-ইছাবাহ ক্রমিক ১১০৮৬, ৮৯১৯, ৪২৩৮, ৯০১৩)
2  উতাইয়িক্ব বিন ‘আবেদ বিন আব্দুল্লাহ মাখযূমী এক ছেলে আব্দুল্লাহ ও এক মেয়ে জন্ম নেয়। (ইবনু হিশাম ২/৬৪৩-৪৪)
3 মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ)  দুই ছেলে ক্বাসেম ও আব্দুল্লাহ ও চার মেয়ে যয়নব, রুক্বাইয়াহ, উম্মে কুলছূম ও ফাতেমা জন্মগ্রহণ করেন।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদীজা রাযি. । হযরত খাদীজা রাযি.-এর সঙ্গে বিবাহের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর; আর হযরত খাদীজা রাযি.-এর বয়স ছিল চল্লিশ বছর। হযরত খাদীজা রাযি. পঁচিশ বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্যে ধন্য হন। এরপর হিজরতের তিন বছর পূর্বে নবুওয়াতের দশম বর্ষের রমযান মাসে পরপারে পাড়ি জমান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়েছিল পঞ্চাশ বছর আর হযরত খাদীজা রাযি.-এর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর।

ইসলামে স্ত্রীর অবস্থান কী হওয়া উচিত? তা এ থেকেও প্রতীয়মান হয় যে, সারা পৃথিবীতে নিজ প্রিয় স্বামীর পর হযরত খাদীজা রাযি.-ই ছিলেন দ্বিতীয় মুসলমান, বন্ধুহীন-নিঃসঙ্গ জীবনের কষ্টে, বিপদ-আপদ ও মুসিবতের ভিড়ে এবং জুলুম-নির্যাতনের ভয়াল থাবার মুখে—প্রতিটি ক্ষেত্রে তিনি প্রিয়তম জীবনসঙ্গীর সঙ্গে থেকেছেন; নিপীড়ন ও প্রতিবন্ধকতার এরূপ সকল স্থানে তিনি সান্ত্বনা, সহযোগিতা ও সহমর্মিতায় একাত্ম হয়েছেন। এমন অন্তরঙ্গ অকৃত্রিম স্ত্রী ও বন্ধুর বিরহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষণ্ণ হবেন, সেটাই স্বাভাবিক । জীবন তাঁর দুর্বিষহ হয়ে উঠবে, সেটাই যৌক্তিক।[১]


ইসলাম গ্রহণ


যুদ্ধে অংশগ্রহণ


১. তাবাকাত, ইবনে সাদ, খণ্ড পৃষ্ঠা : ৪১ (লন্ডনের ছাপা)।


No Questions Data Available.
No Program Data.

"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"


Stay Ahead of the Curve! Check out these trending topics and sharpen your skills.