যয়নব বিনতে খুযায়মা
Table of Content:
যয়নব বিনতে খুযায়মা
নাম্বার | নবীজির স্ত্রী | নবীজির বয়স | স্ত্রী বয়স | অন্যান্য তথ্য |
৫. | যয়নব বিনতে খুযায়মা (زَيْنَبُ بِنْتُ خُزَيْمَةَ) |
৫৫ | প্রায় ৩০ | অন্যান্য তথ্য:
|
পিতা মাতা
জন্ম
মৃত্যু
বিবাহ
ক্রমিক সংখ্যা | স্বামীদের নাম | সন্তান-সন্ততি ও অন্যান্য তথ্য |
1 | -- | -- |
2 | মতান্তরে তার বিবাহ উবায়দুল্লাহ বিন জাহাসের সাথে অনুষ্ঠিত হয়েছিল | বদর যুদ্ধে তিনি শাহাদত বরণ করার পর তার ভাই আবদুল্লাহ বিন জাহাসের সাথে তার দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয় |
3 | আব্দুল্লাহ বিন জাহশ | আব্দুল্লাহ বিন জাহশ ওহোদ যুদ্ধে শহীদ |
4 | মুহাম্মাদ বিন আব্দুল্লাহ রাসূলুল্লাহ (ﷺ) | -- |
নাম জয়নব । উপাধী তার উম্মুল মাসকিন- দীন দুঃখীর জননী । পিতা খোযায়মা বিন হারিস বিন আবদুল্লাহ বিন আমর বিন সাম্রাসাআ । তার প্রথম বিবাহ আল্লাহর রাসূল (সাঃ)-এর ফুফাত ভাই আব্দুল্লাহ বিন জাহাসের সাথে অনুষ্ঠিত হয়েছিল । মতান্তরে তার বিবাহ উবায়দুল্লাহ বিন জাহাসের সাথে অনুষ্ঠিত হয়েছিল। বদর যুদ্ধে তিনি শাহাদত বরণ করার পর তার ভাই আবদুল্লাহ বিন জাহাসের সাথে তার দ্বিতীয় বিবাহ অনুষ্ঠিত হয় । দ্বিতীয় মতটি ভিত্তিহীন । উবায়দুল্লাহ বিন জাহাল আবিসিনিয়ায় ইসলাম ত্যাগ করে খৃষ্টান ধর্ম গ্রহন করে । কুফরীর অবস্থায় সে মৃত্যু বরণ করেছিলেন । সে উম্মে হাবিবা (রাঃ) এর স্বামী ছিল । তার বদর যুদ্ধে অংশগ্রহণ করার কোন প্রশ্ন উঠেনা । তার ভাই আবদুল্লাহ বিন জাহাস বদর ও উহোদ দুই যুদ্ধেই অংশ গ্রহণ করেছিলেন। স্বামী আবদুল্লা বিন জাহাস উহুদের যুদ্ধে বীর বিক্রমে যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করেন । যুদ্ধে ঝাপিয়ে পড়ার পূর্বে এ নিবেদিত প্রান সাহাবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন ।
ইসলাম গ্রহণ
যুদ্ধে অংশগ্রহণ
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"