নবীজীর সন্তান-সন্ততি

Rumman Ansari   Software Engineer   2023-09-15 00:00:00   120 Share
Subject Syllabus DetailsSubject Details
☰ Table of Contents

Table of Content:


নবীজীর সন্তান-সন্ততি

তাঁর মোট ৩ পুত্র ও ৪ কন্যা ছিল। রাসূলুল্লাহ (ছাঃ)-এর মোট সাত সন্তানের ছয় জনই তাঁর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। কিন্তু ফাতেমা ব্যতীত বাকী তিন কন্যা রাসূল (ছাঃ)-এর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে পুত্রগণ শৈশবে মারা যান। কন্যাগণ সকলে বিবাহিতা হন ও হিজরত করেন।

নাম্বার সন্তান-সন্ততি অন্যান্য তথ্য
1 পুত্র ক্বাসেম
  • ক্বাসেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়।
  • যিনি ১৭ মাস বয়সে মারা যান।
2 কন্যা যয়নব --
3 পুত্র আব্দুল্লাহ (যার লকব ছিল ত্বাইয়িব ও ত্বাহের)
  • তিনি নবুঅত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন।
  •  জন্ম গ্রহণের কিছু দিনের মধ্যেই মৃত্যুবরণ করেছিলেন।
4 কন্যা রুক্বাইয়া
  1. তিনি প্রথমে উতবাহ ইবনে আবু লাহাবকে বিয়ে করেন । এ বিবাহ নবুয়াত প্রাপ্তির পূর্বে হয়েছিলো। কিন্তু তিনি ইসলামে রূপান্তরের পরে তালাকপ্রাপ্ত হন।
  2. এরপর তিনি উসমান ইবনে আফফানের এর সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
  3. হাবশায় প্রথম হিজরতের নেতৃত্ব দিয়েছেন হযরত ওসমান রাঃ এবং তার সাথে ছিলেন তার স্ত্রী এবং রাসূল সাঃ এর কন্যা রুকাইয়্যা।
5 কন্যা উম্মে কুলছূম  --
6 কন্যা ফাতেমা রাসূলুল্লাহ (ছাঃ)-এর মৃত্যুর ছয় মাস পরে ফাতেমা (রাঃ) মারা যান
7 পুত্র ইবরাহীম 
  • তিনি ছিলেন মিসরীয় দাসী মারিয়া ক্বিবতীয়ার গর্ভজাত।
  • ইবরাহীম ব্যতীত বাকী ৬ সন্তানের সবাই ছিলেন খাদীজার গর্ভজাত।
  • দুধ ছাড়ার আগেই মাত্র ১৮ মাস বয়সে ১০ম হিজরীর ২৯শে শাওয়াল মোতাবেক ৬৩২ খৃষ্টাব্দের ২৭ অথবা ৩০শে জানুয়ারী সূর্য গ্রহণের দিন সোমবার মদীনায় ইন্তেকাল করেন।

অতঃপর চার কন্যার মধ্যে কে সবার বড় ও কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে যয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট।