নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর যুদ্ধ-বিগ্রহ: ইতিহাস ও শিক্ষা
☰Fullscreen
Table of Content:
নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর যুদ্ধ-বিগ্রহ
No | যুদ্ধ | হিজরীতে |
1 | বদর যুদ্ধ | ২য় হিজরী। ১৭ই রামাযান, শুক্রবার |
3 | উহুদ যুদ্ধ | তৃতীয় হিজরী |
3 | বানু নাযীরের যুদ্ধ | চতুর্থ হিজরীতে ইহুদীদের সাথে। |
2 | খন্দকের যুদ্ধ | পঞ্চম হিজরীতে |
27 | হুনায়ন যুদ্ধ | ৮ম হিজরীতে। শাওয়াল মাস। |
27 | তাবুক যুদ্ধ | ৯ম হিজরী |
- Question 1: নবীজী কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন?
- Question 2: নবীজী কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন?
- Question 3: নবীজী সর্বশেষ কোন যুদ্ধে অংশগ্রহণ করেন?
- Question 4: কে আবু জাহেলের শিরোচ্ছেদ করে?
- Question 5: ৫ম হিজরীতে মদীনার আর এক ইহুদী গোত্রের গোত্রটির নাম কি?
- Question 6: নবী (সাঃ)এর হিজরতের ৬ষ্ঠ বছরে কাফেরদের সাথে মুসলমানদের একটি সন্ধি-চুক্তি হয়। ইতিহাসে এটাকে কি নামে আখ্যা দেয়া হয়েছে?
- Question 7: হুদায়বিয়ার সন্ধির আরেকটি নাম আছে। তা কি?
- Question 8: হুদায়বিয়ার সন্ধিতে কতজন মুসলমান উপস্থিত ছিলেন?
- Question 9: হুদায়বিয়ার সন্ধির ধারা সমূহ কি কি ছিল?
- Question 10: কোন্ বাদশা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পত্র ছিঁড়ে ফেলে। ফলে আল্লাহ তার রাজত্ব ধ্বংস করে দেন?
- Question 11: কোন্ বাদশা রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর পত্র পেয়ে ইসলাম গ্রহণ করেন?
- Question 12: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) খালিদকে কি খেতাবে ভূষিত করেন?
- Question 13: হুদায়বিয়ার সন্ধি ছিল মূলতঃ মুসলমানদের জন্যে ‘একটি সুস্পষ্ট বিজয়' এ সুসংবাদ দিয়ে আল্লাহ্ একটি সূরা নাযিল করেন। সূরাটির নাম কি?
- Question 14: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)যে! সকল বাদশার নিকট পত্র প্রেরণ করেন তাদের তিন জনের নাম বল?
- Question 15: ৮ম হিজরীতে আরেকটি বড় বিজয় মুসলমানগণ লাভ করেন। তা কি?
- Question 16: মক্কা বিজয় কোন্ মাসে হয়েছিল?
- Question 17: মক্কা বিজয়ে কত জন মুসলমান অংশ নিয়েছিলেন?
- Question 18: মক্কা বিজয়ের সময় কাফেরদের একজন বড় নেতা ইসলাম গ্রহণ করেন। তার নাম কি?
- Question 19: মক্কা বিজয়ের সময় জনৈক কাফের কা'বা ঘরের গিলাফ ধরেছিল। তবুও নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাকে হত্যা করার নির্দেশ প্রদান করেন। কারণ, কি ছিল? কাফেরটির নাম কি ছিল?
- Question 20: বর্তমান যুগে জনৈক ভন্ড নবুওত দাবী করে। তার নাম কি এবং সে কোথাকার অধিবাসী?
- Question 21: আর্ রাহীকুল মাখতূম গ্রন্থের লেখক কে?
- Question 22: নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর জীবদ্দশাতেই দু'জন লোক নবুওতের দাবী করে তাদের নাম কি? তারা কোথাকার অধিবাসী?
- Question 23: বর্তমান বিশ্বে সর্বাধিক আলোড়ন সৃষ্টিকারী রাবেতা আলমের পক্ষ থেকে প্রথম পুরস্কার প্রাপ্ত নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর জীবনী গ্রন্থের নাম কি?
Related Questions
No Program Data.
"ইসলামী প্রশ্নোত্তর কোর্সে আপনি ইসলামী ধর্মের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেন। এই অনলাইন কোর্সে আপনি কুরআন, হাদীস, ইসলামী ইতিহাস, ও আরও বিষয়ে বিস্তারিত জানতে পারেন।"