আল মাহমুদ

Rumman Ansari   Software Engineer   0000-00-00 00:00:00   29 Share
Subject Syllabus DetailsSubject Details
☰ Table of Contents

Table of Content:


আল মাহমুদ (জন্ম ১৯৩৬) : জন্ম বাংলাদেশের কুমিল্লায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই তাঁর কবিতা ও গল্প ‘দৈনিক সত্যযুগ’ পত্রিকায় ছাপা হয়। তিনি যখন দশম শ্রেণির ছাত্র, তখন বাংলাদেশে ভাষা-বিদ্রোহ শুরু হলে তিনি সক্রিয়ভাবে তাতে যোগ দেন। ‘দৈনিক গণকণ্ঠ' কাগজের সম্পাদক ছিলেন। উল্লেখযোগ্য কবিতার বই‘লোক-লোকান্তর’, ‘কলের কলম’, ‘সোনালি কাবিন'। তিনি বাংলাদেশের বিখ্যাত কবি। সে-দেশের বাংলা আকাদেমি পুরস্কারসহ বহু পুরস্কারে সম্মানিত। এই কবিতাটি ‘পাখির কাছে ফুলের কাছে' কবিতার বই থেকে নেওয়া হয়েছে। ৯.১ কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ? ৯.২ তিনি কোন বিখ্যাত আন্দোলনে সামিল হয়েছিলেন? ৯.৩ তাঁর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো ।