প্রেমেন্দ্র মিত্র

Rumman Ansari   Software Engineer   2023-11-16 00:00:00   32 Share
Subject Syllabus DetailsSubject Details 7 Questions
☰ Table of Contents

Table of Content:


প্রেমেন্দ্র মিত্র

প্রেমেন্দ্র মিত্র (১৯০৩–১৯৮৮) : বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে গদ্যে এবং পদ্যে নতুন রীতি যাঁদের হাত ধরে শুরু হয়েছিল তাঁদের মধ্যে প্রেমেন্দ্র মিত্র অগ্রগণ্য। তিনি গল্প, কবিতা, উপন্যাস, শিশু-কিশোর সাহিত্য, নাটক, প্রবন্ধ এবং অনুবাদমূলক রচনা সব বিষয়েই ছিলেন সমান দক্ষ। কালিকলম পত্রিকার সম্পাদক প্রেমেন্দ্র মিত্র ‘কল্লোল’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমা, সম্রাট, সাগর থেকে ফেরা, ফেরারি ফৌজ ইত্যাদি কাব্যগ্রন্থ, পাঁক, হানাবাড়ি, মিছিল, বিসর্পিল ইত্যাদি উপন্যাস, তেলেনাপোতা আবিষ্কার, শুধু কেরানি, শৃঙ্খল, হয়তো ইত্যাদি ছোটোগল্প তিনি রচনা করেছেন। ছোটোদের জন্য নানান রকমের রহস্য গল্প এবং গোয়েন্দা কাহিনি লিখেছেন। ঘনাদা চরিত্র প্রেমেন্দ্র মিত্রের অবিস্মরণীয় সৃষ্টি। কবি তাঁর সাগর থেকে ফেরা কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্র পুরস্কার এবং অকাদেমি পুরস্কার পেয়েছিলেন।

প্রেমেন্দ্র মিত্র রবীন্দ্র-পরবর্তী বাংলা সাহিত্যের জনপ্রিয় কবি, গল্পকার । ছোটোদের জন্য সৃষ্টি করেছেন ‘ঘনাদা। এছাড়া বিজ্ঞানভিত্তিক কাহিনি, রোমাঞ্কর কাহিনি, গোয়েন্দা গল্প এই সব ধরনের রচনাতেই তিনি পারদর্শী ছিলেন। ১৯২৬ সালে 'কল্লোল' পত্রিকার কবি হিসাবে তাঁর প্রথম খ্যাতি। তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ‘সাগর থেকে ফেরা’, ‘হরিণ-চিতা-চিল' ইত্যাদি। এছাড়াও তিনি প্রচুর সার্থক ছোটোগল্প লিখেছেন।