সূরা বাকারার ১৪ নং
☰Fullscreen
Table of Content:
১২. সূরা বাকারার ১৪ নং আয়াতে আল্লাহ বলেছেন:
وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيْطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِمُونَ
আর যখন তারা ঈমানদার লোকদের সঙ্গে মিলিত হয় তখন তারা বলে আমরা ঈমান এনেছি। আর যখন নিরিবিলিতে তারা তাদের শয়তানদের সাথে একত্রিত হয় তখন বলে আসলে তো আমরা তোমাদের সঙ্গেই রয়েছি। আর ওদের আমরা শুধু ঠাট্টাই করি মাত্র।
ব্যাখ্যা: এখানে কাফের মুশরিকদেরকে শয়তান বলা হয়েছে, এবং যারা মুমেন ও কাফেরদের উভয় দলকে বলে আমরা তোমাদের সাথে আছি তারা হচ্ছে চরম মুনাফিক।