ইবলিস কে নিয়ে ১৪, ১৫ নং আয়াত
☰Fullscreen
অতঃপর সূরা ত্বহার ১১৬. ১১৭ নং আয়াতে আল্লাহ বলেছেনঃ
স্মরণ কর, সেই সময়ের কথা, যখন আমি ফেরেস্তাদের বলেছিলাম যে, আদমকে একটা (তাজিমী) সজিদা কর, অতঃপর সকলে সিজদা করল কিন্তু ইবলিস অস্বিকার করে বসল। অতঃপর আমি বললাম হে আদম এ কিন্তু তোমার ও তোমার স্ত্রীর দুষমন। এমন যেন না হয় যে এ তোমাদেরকে বেহেস্ত থেকে বের করে দেবে আর তোমরা বিপদে পড়ে যাবে।
No Questions Data Available.
No Program Data.
শয়তান পরিচিতি