ভারতবর্ষ
☰Fullscreen
Table of Content:
কথিত আছে ভারতবর্ষের মানুষজন ভরত রাজার বংশধর। সেইজন্য এই দেশের নাম ভারতবর্ষ। বিভিন্ন ভাষা, ধর্ম ও সংস্কৃতির মানুষের বসবাস এই দেশে। মোট ২৯ টি রাজ্য নিয়ে গঠিত। ভারতবর্ষ। ভারতবর্ষের রাজধানী, জাতীয় ফুল, ফল ইত্যাদি এবং বিভিন্ন স্থান সম্বন্ধে কিছু বিষয় এই অধ্যায় থেকে আমরা জানব।
- Question 1: আমরা কোন্ রাষ্ট্রের নাগরিক?
- Question 2: ভারতের রাজধানীর নাম কী ?
- Question 3: ভারতের জাতীয় প্রতীক কী?
- Question 4: ভারতের জাতীয় পতাকার রং কী কী এবং রংগুলি কিসের প্রতীক?
- Question 5: অশোকচক্রে মোট কয়টি দন্ড আছে?
- Question 6: ভারতবর্ষ কবে স্বাধীন হয় ?
- Question 7: কোন্ দিন ভারত সার্বভৌম প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় ?
- Question 8: ভারতের জাতীয় সঙ্গীত কী?
- Question 9: ভারতের জাতীয় স্তোত্র কী ?
- Question 10: ভারতের জাতীয় ফুল কী ?
- Question 11: ভারতের জাতীয় ফল কী?
- Question 12: ভারতের জাতীয় পশু কী?
- Question 13: ভারতের জাতীয় পাখি কী ?
- Question 14: ভারতের জাতীয় বৃক্ষ বা গাছ কোনটি ?
- Question 15: ভারতে জাতির জনক নামে কে পরিচিত?
- Question 16: ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?
- Question 17: ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
- Question 18: ভারতীয়রা কোন ভাষায় বেশী কথা বলে ?
- Question 19: ভারতের দীর্ঘতম নদী কোন্ টি ?
- Question 20: ভারতের লোকসংখ্যা কত?
- Question 21: ভারতের কোন্ রাজ্যে সবচেয়ে বেশী লোক বাস করে ?
- Question 22: ভারতের কোন্ রাজ্যে সবচেয়ে কম লোক বাস করে?
- Question 23: ভারতের প্রধান খাদ্য শস্য কী কী ?
- Question 24: ভারতের সবচেয়ে দীর্ঘ রাস্তার নাম কী ?
- Question 25: ভারতের মরুভূমির নাম কি এবং কোথায় অবস্থিত ?
- Question 26: ভারতের প্রধান বিচারালয় কী ?
- Question 27: ভারতের মধ্যে কোন রাজ্যটি সব থেকে বড় এবং কোনটি সব থেকে ছোট ?
- Question 28: পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি?
- Question 29: ভারতের সর্বাধিক শিক্ষিত রাজ্য কোনটি?
- Question 30: ভারতের উচ্চতম রেলষ্টেশন কোনটি ?
- Question 31: ভারতের রয়ালবেঙ্গল টাইগার কোথায় পাওয়া যায়?
- Question 32: প্রাচীন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে?
- Question 33: কোন ভারতীয় প্রথম কত সালে নোবেল পুরস্কার পান?
- Question 34: বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন কে?
- Question 35: নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে কে কোন্ নাটক লেখেন?
- Question 36: জাদুসম্রাট কে ?
- Question 37: নাট্যাচার্য কে?
- Question 38: প্রাচীন মহেঞ্জোদড়ো নগরীর ধ্বংসস্তুপ আবিষ্কার করেন কে?
- Question 39: দেশবাসী কাকে ‘দেশবন্ধু' উপাধিতে ভূষিত করে ?
- Question 40: ১৯৪২ সালে ‘ভারত ছাড়’ আন্দোলনে কোন্ বাঙ্গালী মহিলা প্রথম শহীদ হন?
Related Questions
No Program Data.